নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আট জন
২ অক্টোবর ২০১১নির্বাচন কমিশনার ছহুল হোসাইন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷
কোন রকম শো ডাউন ছাড়াই আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন৷ মেয়র পদে যে আট জন মানোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে সাবেক পৌর মেয়র সেলিনা হায়াত আইভি এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আওয়ামী লীগের সমর্থন আশা করছেন৷ আর তৈমূর আলম খন্দাকার বিএনপির সমর্থনে মনোনয়নপত্র জমা দেন৷ তৈমূর আলম খন্দকার দাবী করেন, নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷
তবে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে তারা এখনো কোন অভিযোগ পাননি৷ পেলে ব্যবস্থা নেয়া হবে৷
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেয়া হবে৷ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারে শিগগিরই অভিযান শুরু হবে৷ তবে সেনাবাহিনী মোতায়েন করা হবে না৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১৭টি ওয়ার্ডে মোট ভোটার চার লাখের কিছু বেশি৷এর মধ্যে নয়টি ওয়ার্ডে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে৷ যার ফলে এই নির্বাচন নানা দিক দিয়ে গুরুত্বপূর্ন৷ এদিকে নারায়ণগঞ্জের ভোটাররা এবার মেয়র নির্বাচনে উন্নয়ন,সন্ত্রাস, শিক্ষা, নারী অধিকারসহ নানা বিষয় মাথায় রাখছেন৷
নির্বাচনে ১৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রায় দু'শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ এবার নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করে আরো নয় জন জেলা নির্বাচন কর্মকর্তাকে দিয়ে এই নির্বাচন পরিচালনা করবে৷ প্রতিটি ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেটসহ থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম