নাইন-ইলেভেনে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের আশঙ্কা
১০ সেপ্টেম্বর ২০১১মার্কিন কর্মকর্তাদের এ'খবর অংশত সিআইএ'র সূত্রে৷ সরকারি এক কর্মকর্তা বলেছেন, আল-কায়েদা তিনজন হামলাকারি পাঠিয়েছে, যাদের মধ্যে দু'জন মার্কিন নাগরিক হতে পারে৷ তাদের লক্ষ্য হল, ওয়াশিংটন কিংবা নিউ ইয়র্কে একটি গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটানো৷ এবং তা সম্ভব না হলে, যতটা সম্ভব ক্ষয়ক্ষতি ঘটানো৷ গত সপ্তাহের মাঝামাঝি নাকি এ'খবর মার্কিন কর্মকর্তাদের কাছে পৌঁছয়৷ সিআইএ'র এক অতীতে আস্থাজনক ইনফর্মার বিদেশে গুপ্তচর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানায় যে, আল-কায়েদার নতুন নেতা আয়মান আল জাওয়াহিরি স্বয়ং এই আক্রমণের নির্দেশ দিয়েছে৷
গোপন ঐ তথ্যদাতার খবর, সম্ভাব্য আক্রমণকারিরা জাতিতে আরব হবে এবং সম্ভবত আর্বি ছাড়াও ইংরেজি বলতে পারবে৷ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধ দপ্তরের কর্মকর্তারা নাকি কিছু কিছু বিশেষ নামের উপর নজর রাখছেন - যদিও সেগুলো মেকিও হতে পারে৷ কর্মকর্তারা হুমকিটা কতোদূর সত্য, তা নির্ধরণ করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসতে পারেননি৷ কিন্তু ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে নিরাপত্তা বাড়ানো হয়েছে: বিভিন্ন এলাকায় এ্যাসল্ট রাইফেল হাতে পুলিশ, বিভিন্ন স্থানে মোটরচালকদের জন্য পুলিশি চেকপয়েন্ট৷
সব সত্ত্বেও নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ সাবওয়ে ধরে সিটি হল'এ তাঁর অফিসে গেছেন৷ নগরবাসীদের প্রতি তাঁর বক্তব্য: সতর্ক থাকুন, কিন্তু নিজেদের কাজকর্ম ঠিকই করে যান৷ প্রেসিডেন্ট বারাক ওবামা'ও রবিবার নিউ ইয়র্কে গিয়ে নাইন-ইলেভেনের স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা বজায় রাখছেন৷ বলতে কি, নাইন-ইলেভেনের বার্ষিকী সন্ত্রাসবাদিদের জন্য যে একটি লোভনীয় সুযোগ হতে পারে, মার্কিন কর্তৃপক্ষকে সেটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই৷ বিশেষ করে যখন ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধও তার একটি উদ্দেশ্য হতে পারে৷
প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন, নাইন-ইলেভেনের দশ বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্র আগের চেয়েও শক্তিশালী৷ মার্কিনিরা যাবতীয় সন্ত্রাসের হুমকি সত্ত্বেও ‘‘কাজ চালিয়ে যাবে''৷ স্বদেশ নিরাপত্তা মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানো সব মার্কিনিদের সজাগ থাকতে বলেছেন এবং সন্দেহজনক কোনো কিছু দেখলেই, পুলিশকে তা জানাতে বলেছেন৷ রুডল্ফ জুলিয়ানি, যিনি দশ বছর আগে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইট টাওয়ারের উপর আক্রমণের সময় শহরের মেয়র ছিলেন, তিনি বলেছেন: ‘‘লোকে আমাকে প্রায়ই জিগ্যেস করে: অ্যামেরিকা কি আজ এগারোই সেপ্টেম্বরের চেয়ে বেশি নিরাপদ? উত্তর হল: হ্যাঁ, কিন্তু যতোটা নিরাপদ হতে পারত, ততোটা নয়৷''
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আরাফাতুল ইসলাম