নাইজেরিয়ার মসজিদে হামলার নিন্দা
২২ নভেম্বর ২০১৭জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, গুতেরেস এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এর জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন৷ এছাড়া নাইজেরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সেদেশের সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন জাতিসংঘ মহাসচিব৷
নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের মুবি শহরে মঙ্গলবার ফজরের নামাজের সময় হামলাটি চালানো হয়৷ হামলাকারী এক কিশোর নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ৫০ জনের মৃত্যু হয়৷ এ হামলায় আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক বলে জানা গেছে৷
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷ তবে ইসলামি জঙ্গি দল বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের কাছে এই জঙ্গি গোষ্ঠী এ ধরণের ত্রাস সৃষ্টি করে রেখেছে৷
২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ এলাকা ছেড়ে পালিয়েছে ২৫ লাখ মানুষ৷
২০১৪ সালে বোকো হারাম মুবি শহরের নিয়ন্ত্রণ হারানোর পর থেকে সেখানে এতদিন কোনো হামলার ঘটনা ঘটেনি৷ এই জঙ্গিগোষ্ঠী বরাবরই শিশু-কিশোর-কিশোরীদের অপহরণ করে বোমা হামলায় অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ দেয়৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)