1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ার স্কুলে জঙ্গি হানা, নিখোঁজ ৩০০ ছাত্র

১৪ ডিসেম্বর ২০২০

নাইজেরিয়ার কানকারে আবাসিক স্কুলে ঢুকে পড়েছিল জঙ্গিরা। এখনো সেই স্কুলের তিনশ ছাত্র নিখোঁজ। সম্ভবত তাঁদের অপহরণ করা হয়েছে।

https://p.dw.com/p/3mfcw
নাইজেরিয়ার স্কুল, যেখানে জঙ্গি হানার পর এখনো তিনশ ছাত্র নিখোঁজ।ছবি: Abdullahi Inuwa/REUTERS

ঘটনাটি ঘটেছিল গত শুক্রবারে। উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যের কানকারাতে। একটি আবাসিক স্কুলে বাইক চালিয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। তাদের হাতে ছিল একে ৪৭। তারপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের প্রবল গুলিবিনিময় হয়। কয়েকশ ছাত্র পাশের জঙ্গলে পালিয়ে যায়। কাটসিনার গভর্নর মাসারি রোববার জানিয়েছেন, বোর্ডিং স্কুলে ৮৩৯ জন ছাত্র ছিল। ৩৩৩ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাসারি বলেছেন, জঙ্গলে পালিয়ে যাওয়া বেশ কিছু ছাত্র ফিরে এসেছে। জঙ্গিরা কতজন ছাত্রকে অপহরণ করে নিয়ে গেছে, তা জানা যাচ্ছে না। চেষ্টা চলছে, অপহৃত ছাত্রদের নাম ও সংখ্যা জানার।

নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে অবিলম্বে বাচ্চাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। সংবাদসংস্থা রয়টার্সকে এক অভিভাবক মুরজা মোহাম্মদ জানিয়েছেন, ''সরকারকেই এই কাজ করতে হবে। আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই।''

নাইজেরিয়ারপ্রতিরক্ষামন্ত্রী  জানিয়েছেন, ''সেনাবাহিনী ছাত্রদের খোঁজ করছে। কোনোরকম ক্ষতি না করে, তারা ছাত্রদের ফিরিয়ে আনবে। গোয়েন্দারা জানিয়েছেন, কোথায় জঙ্গিরা ছাত্রদের নিয়ে গেছে, তারা কোনদিকে যাচ্ছে, তা আমরা জানি। তারা কী করতে চায়, আমরা বুঝে গেছি।''

কাটসিনা হলো নাইজেরিয়ার প্রেসিডেন্টের হোম স্টেট। সেখানে এই ধরনের জঙ্গি হানা এবং এতজন ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ায় গোটা এলাকা আতঙ্কিত ও ক্ষুব্ধ। আবুবকর লাওয়ালের তিন ছেলের মধ্যে দুই জন এই স্কুলে পড়ত। তিনি থাকেন ৭৫ কিলোমিটার দূরে। শনিবার সমানে প্রার্থনা করে যাচ্ছেন।

ইসমাইলের ছেলে ও ভাই এই স্কুলে পড়তেন। দুজনেই নিখোঁজ। তিনি জানিয়েছেন, সরকার থাকার মূল্য কী সেটাই বুঝতে পারছি না। স্কুলের প্রিন্সিপাল শুধু এসে বলছেন, সকলে প্রার্থনা করুন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই কাজের দায় স্বীকার করেনি। এই এলাকায় বোকো হারামের মতো সশস্ত্র গোষ্ঠী আগে কখনো সক্রিয় হয়নি। বোকো হারাম অবশ্য ২০১৪ এবং ২০১৮ সালে উত্তর পশ্চিম নাইজেরিয়ার অন্য দুইটি শহর থেকে একশ ও ২৭০ জন ছাত্রীকে অপহরণ করেছিল।

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি, এপি)