না ভোট পড়েছে ৪ লাখ
১ জানুয়ারি ২০০৯জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট দেয়ার সুযোগ পেয়েছেন ভোটাররা৷ পছন্দমতো প্রার্থী না পাওয়ায় সারা দেশে প্রায় ৪ লক্ষ ভোটার নির্বাচন কমিশনের নতুন নিয়মে ‘না' ভোট দিয়েছেন৷
সৎ প্রার্থীকে নির্বাচিত করতে নতুন এই নিয়ম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের৷ লম্বা লাইনে দাঁড়িয়ে এবার শুধু প্রার্থীদের পক্ষেই ভোট দেননি ভোটাররা৷ এর সাথে ‘না' ভোট-এর সুযোগ থাকায় ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে বলে মতামত সর্বস্তরের মানুষের৷
পছন্দসই প্রার্থী না পাওয়ায় সারা দেশে ‘না' ভোট দিয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৬ শত ১৫ জন ভোটার৷ সর্বোচ্চ না ভোট পড়েছে রাঙ্গামাটিতে, ৩২ হাজার ৬৪টি ৷ খোদ ঢাকার আসনগুলোতে না ভোট পড়েছে ৭০ হাজার৷ এবার সারা দেশে ‘না' ভোট পড়েছে মোট ভোটের শূন্য দশমিক ৫৫ শতাংশ৷ ভোটাররা এবার শুধু যে মাঝারি পর্যায়ের প্রার্থীদের এলাকায় ‘না' ভোট দিয়েছেন তা নয়৷ বগুড়ায় বেগম জিয়ার মত প্রার্থীর আসনেও ‘না' ভোট পড়েছে প্রায় আড়াই হাজার, আর বাগেরহাটে শেখ হাসিনার আসনে না ভোটের সংখ্যা প্রায় এক হাজার৷