1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নভেম্বর মাসে জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ নভেম্বর ২০১০

দুশ্চিন্তার কারণ থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই – চলতি নভেম্বর মাসে জার্মানিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের কথা বলেও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এমন আশ্বাস দিলেন৷

https://p.dw.com/p/QBOl
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়েরছবি: picture-alliance/dpa

স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ের অত্যন্ত শান্ত স্বভাবের নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিত৷ তাঁর কণ্ঠে উত্তেজনার রেশ পাওয়া কঠিন৷ জার্মানিতে সন্ত্রাসীদের কার্যকলাপ সম্পর্কে এর আগেও তিনি অনেকবার মুখ খুলেছেন বটে, কিন্তু বুধবার তিনি এই প্রথম সুনির্দিষ্ট হামলার ষড়যন্ত্রের কথা বললেন৷ তিনি বললেন, গত মাসে ইউরোপ ও অ্যামেরিকার উদ্দেশ্যে ইয়েমেন থেকে পার্সেল বোমা পাঠানোর ঘটনার পর এবার নভেম্বর মাসের শেষে জার্মানির মাটিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র চলছে৷ এক আন্তর্জাতিক সহযোগী এই মর্মে সতর্ক করে দিয়েছে৷ তবে শুধু বিদেশি সূত্র নয়, দেশের নিজস্ব গোয়েন্দা সংস্থাও একই ইঙ্গিত দিচ্ছে৷ তাদের মতে, দেশের মধ্যে উগ্র ইসলামপন্থীরাও হামলার প্রস্তুতি নিচ্ছে৷ এমনকি সুনির্দিষ্ট হামলারও আভাস পাওয়া যাচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানালেন, গত কয়েক দিনে তাদের তৎপরতা আচমকা বেড়ে গেছে৷

Kanzleramt Briefbomben Deutschland Terror Merkel Polizei Flash-Galerie
জার্মান চ্যান্সেলরের দপ্তরের সামনে কড়া পাহারাছবি: dapd

স্বরাষ্ট্রমন্ত্রী দেমেজিয়ের নভেম্বর মাসে হামলার ষড়যন্ত্রের কথা বললেও কোথায়, কখন, কীভাবে হামলা হতে পারে, সেবিষয়ে কোনো ইঙ্গিত দেন নি৷ তিনি নিজে কতটা জানেন এবং জানলেও দেশের নিরাপত্তার স্বার্থে জনসমক্ষে ঠিক কতটা তথ্য পেশ করেছেন, তা বলা কঠিন৷ তিনি শুধু দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন৷ নাগরিকদের আশ্বস্ত করতে তিনি বলেছেন, ফেডারেল ও রাজ্য স্তরে পুলিশ ও কর্তৃপক্ষ এমন এক পরিস্থিতি সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত৷ বিমানবন্দর, রেল স্টেশনের মত জায়গায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হচ্ছে৷ নেপথ্যেও চলছে অনেক তৎপরতা, যা জনগণ দেখতে পাবে না৷ মোটকথা আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই৷ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র বানচাল করতে জার্মানি যথাসম্ভব চেষ্টা করছে – এমনটাই বললেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷

Flughafen Sicherheit München
বিমানবন্দরে বাড়ানো হচ্ছে নিরাপত্তাছবি: AP

গত বছরও মোটামুটি একই সময়, অর্থাৎ জার্মানিতে সংসদ নির্বাচনের ঠিক আগে হামলার আশঙ্কা দেখা দিয়েছিল৷ স্পেনের নির্বাচনের ঠিক আগে যেভাবে মাদ্রিদে মারাত্মক হামলা চালিয়ে নির্বাচনের ফলাফল অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা, জার্মানিতেও ঠিক তেমনটাই ঘটানোর চেষ্টা করছিল সন্ত্রাসীরা – এমনটা অনেক বিশেষজ্ঞ মনে করেন৷ এছাড়া আমরা জানি, নাইন-ইলেভেনের মূল নায়ক মহম্মদ আটা ও তার কিছু সঙ্গী জার্মানির হামবুর্গ শহরে বসবাস করতো৷ তবে জার্মানি এতকাল সন্ত্রাসীর কার্যকলাপের ডেরা হলেও এদেশের মাটিতে এখনো কোনো হামলা ঘটে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক