নববর্ষের আনন্দে রঙিন ‘বৈসাবি’ এখন পাহাড়জুড়ে
১২ এপ্রিল ২০১১পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের জন্য মূলত এই উৎসব৷
প্রতিবছর বৈসাবি আনন্দে একাকার হয়ে যায় পাহাড়ি ও বাঙ্গালি মানুষ৷ পার্বত্য চট্টগ্রাম পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায়৷ চাকমারীতি অনুযায়ী আজ ১২ এপ্রিল ভোরে নদীর পানিতে ফুল ভাসিয়ে আনুষ্ঠানিকভাবে ফুলবিজু উৎসব হবে৷ আজ পাহাড়ি তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা পাহাড়ি গ্রামগুলোতে লেক ও ঝর্ণার পানিতে ফুল ভাসাবে৷ আগামীকাল পাহাড়িদের ঘরে ঘরে উৎসবের মূল আয়োজন৷ যাকে বলা হয় মূলবিজু এবং তৃতীয় দিন অর্থাৎ ১৪ই এপ্রিল পয়লা বৈশাখের দিন অনুষ্ঠিত হবে গোজ্যেপোজ্যে৷
পার্বত্য এই রঙিন উৎসবকে ঘিরে তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে চলছে নানা আয়োজন৷ পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ৷ বৈসাবি উৎসবটিকে আনন্দমুখর করতে পার্বত্যাঞ্চলে জেলা, উপজেলা ও গ্রাম ভিত্তিক কর্মসূচি পালিত হচ্ছে৷ পুরনো বছরের সব দুঃখ, বেদনা, গ্লানি, ব্যর্থতা ধুঁয়ে-মুছে এখন শুধু উৎসব মেতে ওঠার দিন৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়