বাচ্চা ডায়ালিসিস মেশিন
২৬ মে ২০১৪এমনিতে হাসপাতালে শিশু বা নবজাতকের কিডনি জটিলতার ক্ষেত্রে সাধারণ ডায়ালিসিস মেশিনই ব্যবহার করা হয়৷ কিন্তু সঠিক মাপে বদলে নেয়া না হলে শিশুদের জন্য তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে৷
ইউরোপের বিভিন্ন হাসপাতালে প্রতি বছর যেসব শিশুর জন্ম হয়, তাদের ১ থেকে ২ শতাংশের ক্ষেত্রে কিডনি জটিলতা দেখা দেয়৷ কিডনি কাজ না করলে শরীরে রক্ত পরিশোধন হয় না৷ তখন ডায়ালিসিস মেশিন ব্যবহার করে এই পরিশোধনের কাজটি করা হয়৷
ব্রিটিশ রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেল্থ-এর মুখপাত্র ডা. হিদার ল্যাম্বার্ট বলেন, ‘‘খুব কম নবজাতকের ক্ষেত্রেই হয়ত এ ধরনের চিকিৎসা প্রয়োজন হয়৷ তবে সময়মতো চিকিৎসা দিতে পারলে এই মেশিন জীবন বাঁচাতে পারে৷''
ল্যাম্বার্ট ও তাঁর সহকর্মীরা ‘গ্রেট নর্থ চিলড্রেনস হসপিটাল'-এ শিশুদের জন্য বিশেষ ধরনের ডায়ালিসিস যন্ত্র তৈরির কাজ করছেন৷ আর ইটালির সান বর্তোলো হাসপাতালের ডা. ক্লাওদিও রংকো ও তাঁর সহকর্মীদের তৈরি করা ডায়ালিসিস মেশিন গত বছরই ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পেয়েছে৷
এই মিনি ডায়ালিসিস মেশিন ব্যবহার করা যায় সেই শিশুদের ক্ষেত্রে যাঁদের ওজন দশ কিলোগ্রামের কম৷ এই মেশিনে প্রথম যে শিশুটির চিকিৎসা দেয়া হয়েছিল, তার ওজন ছিল তিন কিলোগ্রাম৷ তার কিডনিসহ বেশ কয়েকটি অঙ্গ কাজ করছিল না৷
ডা. রংকো বলেন, ‘‘মেয়েটার বাবা-মা ধরেই নিয়েছিল যে সে আর বাঁচবে না৷ কিন্তু এক মাস চিকিৎসা চলার পর সে সুস্থ হয়ে উঠতে শুরু করল৷''
এই চিকিৎসক জানান, মেয়েটির কিডনিতে এখনো সামান্য সমস্যা রয়েছে৷ তার আরো ভিটামিন ডি প্রয়োজন৷ এ সব বাদ দিলে সে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে৷
প্রতিটি মিনি ডায়ালিসিস মেশিনের দাম পড়ে ৩৫ হাজার ইউরো৷ এর বিক্রি থেকে কোনো মুনাফা করা হয় না বলে ডা. রংকো জানান৷
তাঁরা এই যন্ত্র চালু করার পর এ পর্যন্ত দশটি শিশু চিকিৎসা পেয়ে ভালো হয়ে উঠেছে৷
জেকে/ডিজি (এপি, এএফপি)