1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় নতুন মন্ত্রিসভা

১৩ জানুয়ারি ২০১৪

ইতিমধ্যেই কাজ শুরু করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা৷ রবিবার দুপুরে তাঁরা শপথ নিয়েছেন৷ ব্লগ আর ফেসুবকে নতুন সরকার নিয়ে চলছে আলোচনা৷ কেউ কেউ জানাচ্ছেন তাঁদের প্রত্যাশার কথাও৷ তারই কিছু তুলে ধরা হলো এখানে...

https://p.dw.com/p/1ApcP
Sheikh Hasina erneut als Regierungschefin in Bangladesch vereidigt
ছবি: picture-alliance/AP Photo

সামহয়্যার ইন ব্লগে তীর্থক লিখেছেন, ‘‘আওয়ামী লীগ আমাদের অনেক দিয়েছে৷ স্বাধীনতার স্বপ্ন দিয়েছে, বাকশাল দিয়েছে, দুর্ভিক্ষ দিয়েছে, দুর্নীতি দিয়েছে, খুন, গুম, ধর্ষণ, সন্ত্রাস, ব্যাংক কেলেঙ্কারি, শেয়ারবাজার ধস, সংখ্যালঘু হত্যা-নিপীড়ন-নির্যাতন আর কত বলব৷ শুধু দুটি জিনিসই আওয়ামী লীগের দখলে ছিল না, যার একটি হচ্ছে বিএনপির ৯৬ এর কলঙ্কিত নির্বাচন আর অন্যটি হচ্ছে এরশাদের স্বৈরশাসন৷ এবার আওয়ামী লীগ আমাদের তা ও দিল :-) স্যালুট না দিয়ে পারা যা

একই ব্লগে রেজা ঘটক নতুন মন্ত্রিসভার কাছে সাধারণ মানুষের যেসব প্রত্যাশা রয়েছে তার একটি তালিতা তৈরি করেছেন৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, মানুষের স্বাভাবিক চলাচল নিরাপদ ও নিশ্চিত করা, দুর্নীতি কঠোর হস্তে দমন সহ ১৫টি প্রত্যাশার কথা উল্লেখ করেছেন তিনি৷

জাহিদ নেওয়াজ খান ফেসবুকে লিখেছেন, নতুন মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট আনিসুল হক এবং অর্থ প্রতিমন্ত্রী হিসেবে এম. এ. মান্নানের নিয়োগ ভালো হয়েছে৷ এ প্রসঙ্গে তিনি দুজনকে নিয়ে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছেন৷

তবে শওগাত আলী সাগর ফেসবুকে জানতে চেয়েছেন, ‘‘লোটাস কামালকে (আ হ ম মোস্তফা কামাল) মন্ত্রী না করলেই কি হতো না?'' সাগর লিখেছেন, ‘‘৯৬-এর শেয়ার কেলেঙ্কারির নায়কদের রক্ষায় বেপরোয়া হয়ে ওঠা এই ভদ্রলোকের নামও জড়িয়ে যায় সর্বশেষ কেলেঙ্কারিতে৷ আজ তিনিই কি না মন্ত্রী৷''

রাশেদ খান মেননের বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নিয়ে আসিফ এন্তাজ রবি ফেসবুকে লিখেছেন, ‘‘প্লেনে উঠলে এখন থেকে বাম দিকে বসবেন৷ খরচ কমবে৷....একজন কমিউনিস্ট বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন....বিমান থেকে আশা করি এবার বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস উঠে যাবে৷ এক প্লেন, এক রেট৷ ওরে, বাংলাদেশে এতো ফান কেন? কেন? কেন? কেন?''

কৌশিক আহমেদ লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হয়েছেন এরশাদ৷ কারো হার্ট অ্যাটাক করার জন্য এটা হলো অর্ধেক কারণ৷''

নতুন সরকার নিয়ে সামহয়্যার ইন ব্লগে নুরুল আমিনের পোস্টের শিরোনাম, ‘‘বাংলাদেশে একদলীয় শাসনের সূচনা – ইতিহাস এদের বিচার করবে৷''

নিঝুম মজুমদার ফেসবুকে লিখেছেন, ‘‘গত ছয়মাসে আওয়ামী লীগ যেভাবে ঠান্ডা মাথায় বাংলাদেশের রাজনীতি ট্যাকেল করলো এটা কেবল উপভোগই করলাম....শেখ হাসিনার আশেপাশে যেসব মন্ত্রী-উপমন্ত্রীরা রয়েছেন, তাঁদের সম্পর্কে আমার যে পারসেপশান, এটা দুই একজন বাদে বাকিদের জন্য সুবিধার না৷ সুতরাং এইভাবে মাথা ঠান্ডা রেখে ছক কষে সামনে আগাবার বুদ্ধিগুলো কোথা থেকে এসেছে না জানলেও, এটা বেশ বুঝতে পারি যারা এইসব পরিস্থিতি সামলাতে শেখ হাসিনাকে বুদ্ধি এবং পরামর্শ দিয়েছেন তারা নিয়মিত কদুর তেল মাথায় দেন৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য