নতুন বছরে খেলার জগতের যত আকর্ষণ
২০২৫ সালে আগের বছরের মতো অলিম্পিক বা ইউরো কাপ না থাকলেও ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে নানা আয়োজন৷ বিস্তারিত ছবিঘরে...
অস্ট্রেলিয়ান ওপেন, ১২ থেকে ২৬ জানুয়ারি
মার্টিনা হিঙ্গিসের পর টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে খেলতে নামবেন দুবারের বিজয়ী বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা৷ নোভাক জোকোভিচ তার একাদশতম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন এবার৷ পুরুষদের টেনিসে ২৫তম গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডের পথেও তিনি৷
নারী-পুরুষের হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ক্রোয়েশিয়া, ডেনমার্ক ও নরওয়েতে অনুষ্ঠিত হবে পুরুষদের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ৷ প্রথমবারের মতো তিনটি দেশ মিলে আয়োজন করছে এই চ্যাম্পিয়নশিপের৷ গত তিনবারই জয়ী হয়েছে ডেনমার্ক৷ নারীদের হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে গত বছরের বিজেতা ফ্রান্স৷ এবার নারীদের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে নভেম্বর ও ডিসেম্বর মাসে জার্মানি ও নেদারল্যান্ডসে৷
ফেব্রুয়ারিতে ‘সুপার বোল’
অ্যামেরিকান ফুটবলের দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন এই সুপার বোল৷ এই খেতাবের জন্য লড়েন এনএফসি ও এএফসি জয়ী দলেরা৷ এবার নিউ অর্লিন্সের সিজার্স সুপারডোমে আয়োজিত হবে সুপার বোল৷ গত দুবার জয়ী হয় কানসাস সিটি চিফস৷
ফেব্রুয়ারিতে আইস হকি চ্যাম্পিয়নশিপও
২০১৬ সালের হকি বিশ্বকাপের পর এবার প্রথমবারের মতো এনএইচএল আয়োজন করছে আন্তর্জাতিক আইস হকি টুর্নামেন্টের৷ মুখোমুখি মাত্র চারটি দেশের দল: ক্যানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও সুইডেন৷ খেলাগুলি হবে বস্টন ও মন্ট্রিয়ালে৷
মার্চ থেকে ডিসেম্বরজুড়ে ফর্মুলা ১
২০২৫ সালের ফর্মুলা ১ মৌসুমে গত বছরের তুলনায় তেমন পরিবর্তন নেই৷ ২৪টি রেস হবে এবারও৷ সাতবারের চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন গত মৌসুমের আগেই জানান, তিনি মার্সিডিজ ছেড়ে ফেরারিতে যোগ দেবেন ২০২৫ সালে৷
জুন ও জুলাই মাসে ফিফা ক্লাব বিশ্বকাপ
সাত থেকে বেড়ে ৩২টি দলকে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলানোর পরিকল্পনা ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোর৷ সবাই এই পরিকল্পনায় রাজি না হলেও এই বছরের খেলার ক্যালেন্ডারে উল্লেখযোগ্য অয়োজন ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব ফুটবলের বিশ্বকাপ৷
নারী-পুরুষের ইউরোপিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ
জুন মাসে নারীদের ইউরোপিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন হবে চেক প্রজাতন্ত্র, জার্মানি, গ্রিস ও ইটালিতে৷ পুরুষদের প্রতিযোগিতা আয়োজিত হবে আগস্ট ও সেপ্টেম্বরে সাইপ্রাস, ফিনল্যান্ড, পোল্যান্ড ও লাটভিয়াতে৷ নারীদের বিভাগে গত বছরের বিজয়ী বেলজিয়াম, পুরুষদের ক্সেত্রে খেতাব ধরে রাখতে লড়বে স্পেন৷
জুলাইমাসে নারীদের ইউরো কাপ
করোনা অতিমারি ২০২১ থেকে পিছিয়ে ২০২২ সালে নিয়ে যায় গতবারের নারী ইউরো কাপের আয়োজনকে৷ সেবার বিজয়ী হয় ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে জার্মানি৷ এবার নারী ফুটবল ইউরো কাপ আয়োজিত হবে সুইজারল্যান্ডে৷
সেপ্টেম্বর ও অক্টোবরে নারীদের ক্রিকেট বিশ্বকাপ
চতুর্থবারের মতো নারীদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে৷ ৫০ ওভারের এই টুর্নামেন্টে কীভাবে খেলবে পাকিস্তান, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়৷ যদি সেই স্তরে পৌঁছায় পাকিস্তানের দল, সেক্ষেত্রে কোনো বিকল্প স্থানে আয়োজিত হবে সেই ম্যাচ৷
অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
১৯৯১ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে টোকিও৷ এ বছর কুড়িতে পা দিচ্ছে এই প্রতিযোগিতা৷ জাপানের জাতীয় স্টেডিয়ামেই হবে এই আয়োজন, যেটি ২০২১ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকের জন্য মেরামত করা হয়৷ আয়োজকদের মতে, দু’শটি দেশের প্রায় দু’হাজার অ্যাথলিট আসবেন এই চ্যাম্পিয়নশিপের ৪৯টি ইভেন্টে অংশ নিতে৷