1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ফুটবল কোচকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫ জুন ২০১১

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জর্জি ইয়োভানোভস্কিকে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়৷

https://p.dw.com/p/11adT
Cricket Mania in Bangladesh: Cricket is one of the most popular games in South Asia. This Year Bangladesh, India and Sri Lanka organizing cricket World cup 2011. Cricket fans in Bangladesh showing their interest on cricket. Foto: bdnews24.com, Bangladesch, 2011
ছবি: bdnews24.com

আর ক'দিন পরেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের খেলা রয়েছে৷ এসময় গত ২ জুন আগের কোচ ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ চলে যাওয়ায় বাংলাদেশ ফুটবল দলে সংকট দেখা দেয়৷ আর এই সংকট উত্তরণের জন্য ম্যাসিডোনিয়ার সাবেক কোচ জর্জি ইয়োভানোভস্কিকে নিয়োগ দিলো বাংলাদেশ৷

বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সেকান্দর আলী বললেন, ‘‘নতুন কোচকে হাই প্রোফাইল বলা হচ্ছে এই কারণে যে তিনি ম্যাসিডোনিয়ায় জাতীয় দলের সঙ্গে কাজ করছেন ২০০১ ও ২০০২ সালে৷ এছাড়া রাশিয়া, বুলগেরিয়া, ইংল্যান্ড, তুরস্ক, কোরিয়া এইসব দেশের স্থানীয় ক্লাবগুলোর সঙ্গেও কাজ করেছেন৷ এক রেডিও জরিপে তিনি দু'বার ম্যাসিডোনিয়ার সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন৷ সেই থেকে ধরে নেওয়া যায় যে তিনি বাংলাদেশে এ যাবতকালের ভালো কোচদের অন্যতম৷''

এক বছরের জন্য ইয়োভানোভস্কি বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন৷ ২০ জুন তিনি ঢাকায় আসবেন৷ মূলত তাকে ঘিরে বাংলাদেশ ফুটবল এখন স্বপ্ন দেখছে যে, ভালো একটা অবস্থানে হয়ত এবার বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব হবে৷ বিশেষ করে পাকিস্তানে যে খেলা হতে যাচ্ছে সেই ম্যাচের জন্য নতুন কোচ তৈরি করবেন বাংলাদেশ দলকে৷

ক্রীড়া সাংবাদিক সেকান্দর আলী বলেন: ‘‘তবে তিনি আরো আগে আসলে ভালো হতো৷ আগের কোচ রুবচিচ চাচ্ছিলেন না যে, পাকিস্তানে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য খেলুক৷ কারণ হিসেবে তিনি বলেছিলেন, পাকিস্তানের অস্থিতিশীল পরিবেশ এবং সন্ত্রাস৷ এজন্য তিনি ফিফাকে অনুরোধও করেছিলেন৷ কিন্তু ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধে সাড়া না দেওয়ায় শেষ পর্য়ন্ত পাকিস্তানে যেতেই হচ্ছে বাংলাদেশকে৷ ধারণা করা হচ্ছে নতুন কোচ পাকিস্তানে সফরে যাচ্ছেন৷ তবে তার যাওয়াটা নিশ্চিত করা যাচ্ছেনা এই মুহূর্তে৷ আসলে তিনি বাংলাদেশে আসার পরই সবকিছু বোঝা যাবে৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক