1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নওগাঁয় ভুয়া পুলিশ, কক্সবাজারে ভুয়া এনজিওকর্মী আটক

৪ আগস্ট ২০২১

নওগাঁয় পুলিশ পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী৷  কক্সবাজারে ‘মুজিববর্ষ উপলক্ষ্যে ঘর ও ল্যাট্রিন' দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগে আটক করা হয়েছে এক ভুয়া এনজিও কর্মকর্তাকে৷

https://p.dw.com/p/3yW1J
ফাইল ছবিছবি: picture-alliance/dpa/NurPhoto/Z.H. Chowdhury

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুলিশকে উদ্ধৃত করে জানায়, নওগাঁয় পুলিশ পরিচয় দেওয়া দুই প্রতারককে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

আটক দুইজন হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে মোনায়েম হোসেন সজিব এবং নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী৷

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজকে জানান, সোমবার বিকালে মোনায়েম হোসেন সজিব ও রতন উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসে মোবাইল ফোনে গেইম খেলা যুবকদের ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করেন৷ পরে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আজাদের মুদির দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে লকডাউনে দোকান খোলা রাখার জন্য জেল-জরিমানার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে ১ হাজার টাকা আদায় করেন৷ বিষয়টি নিয়ে আজাদের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় আত্রাই থানা পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়৷

প্রতারকদের কাছ থেকে ১টি হিরো হ্যাংক মটরসাইকেল, ৭টি মোবাইল ফোন, ১টি টিপ চাকু, ১টি পুলিশ স্টিক, ১টি পুলিশ লেখা মানিব্যাগ, চাবির রিং এবং ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়৷ পুলিশ জানায়, মোনায়েম হোসেন সজিব ও রতনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে৷

অন্যদিকে কক্সবাজারে ‘মুজিববর্ষ উপলক্ষ্যে ঘর ও ল্যাট্রিন' দেওয়ার নামে টাকা আদায় করার অভিযোগে এক ভুয়া এনজিও কর্মকর্তাকে আটক করা হয়েছে৷

মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে ২৫ বছর বয়সি আনোয়ার হোসেন নামের প্রতারককে স্থানীয়রা আটক করেছে বলে এলাকার ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান৷ আটক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার উলা মিয়ার ছেলে৷ 

টেকনাফের আলীখালী এলাকার জনৈক রাকিব আলীর কাছ থেকে ‘ঘর ও ল্যাট্রিন' দেওয়ার কথা বলে টাকা আদায়ের সময় স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে৷ আটক আনোয়ার হোসেন নিজেকে হেইস ওয়াশ নামের বেসরকারি সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিলেও ‘সংস্থাটির সংশ্লিষ্টরা তাকে তাদের কর্মী নয় বলে জানায়'৷ স্থানীয় ১০ জনের কাছ থেকে প্রতারক টাকা আদায় করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷  

এনজিওটির সংশ্লিষ্টরা বাদী হয়ে আটক প্রতারকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানিয়েছেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য