ধর্ম প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত ছিলেন
১৪ জুন ২০২০শনিবার রাত পৌনে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়৷ সেখানে ‘হার্ট অ্যাটাকে’ তিনি মৃত্যুবরণ করেছেন বলে রাতে জানিয়েছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন৷
এদিকে মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে প্রতিমন্ত্রীর করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷ রোববার বিডিনিউজকে তিনি বলেন, ‘‘ধর্মপ্রতিমন্ত্রীর রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ এসেছে৷ উনাকে এখন গোপালগঞ্জে নেওয়া হচ্ছে৷’’
১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মো. আব্দুল্লাহ৷ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি৷ আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি৷ শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট হিসেবে বর্তমান সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান৷ মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর৷
এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)