1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'ধর্ম নিয়ে রাজনীতি কেবল বিএনপি নয়, আওয়ামী লীগও করছে'

১৪ এপ্রিল ২০২৩

জামায়াতে ইসলামী বিষয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা৷

https://p.dw.com/p/4Q7Ql
ছবি: DW

আওয়ামী লীগ টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকেও কেন জামায়াত নিষিদ্ধ করছে না, এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা৷ তিনি বলেন, ''এই প্রশ্নটি আমি বারবার তুলি, কিন্তু এখন পর্যন্ত কেউ এর উত্তর দিতে পারলো না৷''

বিএনপি কেন জামায়াতের সঙ্গ ছাড়ছে না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''তর্কের খাতিরে বলছি৷ আমরা তো খারাপ, তাই জামায়াতকে নিয়ে আছি৷ আওয়ামী লীগ তো সহীহ, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল৷ তাহলে আওয়ামী লীগ কেন জামায়াতকে নিষিদ্ধ করে না৷ এটাই রাজনীতি৷ তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না? এটা কিন্তু শুধু বিএনপি করছে না, এটা আওয়ামী লীগও করছে৷ ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি আওয়ামী লীগ খুব ভালো করে৷''

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে অংশ নিয়ে এইসব কথা বলেন বিএনপির এই নেত্রী৷ টকশো-তে এবারের আলোচনার বিষয় ছিল 'রাজনীতিতে ধর্ম: বিএনপি ও আওয়ামী লীগ'৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়৷

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রামু থেকে শুরু করে নাসিরনগর হয়ে কুমিল্লা পর্যন্ত নানা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে৷ কিন্তু এর কোনোটিরই দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি কেন? এর উত্তরে সুভাষ সিংহ রায় বলেন, ''১৯৭৩ সালে সংবিধানের ১২ এবং ৭৮ অনুচ্ছেদে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিএনপি ক্ষমতায় এসে ধারাগুলো বাতিল করে দিয়েছিল৷''

এর উত্তরে রুমিন ফারহানা পালটা প্রশ্ন করেন, আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থেকে সংবিধানের অনেক কিছু পরিবর্তন আনলেও এই অনুচ্ছেদগুলো ফিরিয়ে আনেনি কেন!

এডিকে/এআই