ধরিত্রীতে জনসংখ্যার বিস্ফোরণ
৪ মে ২০১১সেই প্রাণ থেকে মানুষ কী করে এলো তা নিয়ে এখনো অনেক বিতর্ক থাকলেও একটি বিষয়ে এখনো কোন বিতর্ক নেই যে ক্রমেই বেড়ে যাচ্ছে এই পৃথিবীর জনসংখ্যা৷ জাতিসংঘ গত মঙ্গলবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ আগে প্রকাশ করা প্রতিবেদনের সংশোধনী সংস্করণ এটি৷ তাতে বলা হলো, জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে পৃথিবীতে৷ ইতিমধ্যেই, অর্থাৎ গত বছরের অক্টোবরের ৩১ তারিখে বিশ্বের জনসংখ্যা সাত শত কোটি বা ৭ বিলিয়ন অতিক্রম করেছে৷ আর এই শতাব্দীর শেষ নাগাদ এই বিশ্বের লোকসংখ্যা ১ হাজার কোটি বা এরও বেশি হবে বলেই মনে করছে জাতিসংঘ৷
জাতিসংঘের ঐ রির্পোটে বলা হয়েছে, জনসংখ্যার নতুন এই হিসাব আগে যে কোন সময়ের হিসাবের চেয়ে বেশি৷ তারা বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, জন্ম এবং গড় মৃত্যুর হিসাব নিরীক্ষা করেই এই তথ্য উপস্থাপন করেছেন৷ তবে তারা বলছেন, এই হিসাব অনেক বেড়ে যাবে যদি জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন না হয়৷ তখন একই সময়ে বিশ্বের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ১ হাজার ৬০০ কোটিতে৷
তবে এই রির্পোট কোন কোন দেশের জনসংখ্যা না বেড়ে কমে যাওয়ারই আশঙ্কা করছে৷ দেশগুলোর মধ্যে আছে চীন এবং রাশিয়ার মতো বড় দেশ৷ বলা হচ্ছে, বর্তমান গতি অব্যাহত থাকলে ২১০০ সাল নাগাদ চীনের জনসংখ্যা কমে দাঁড়াবে ১০০ কোটি৷ বর্তমানে এই দেশের জনসংখ্যা ১৩৪ কোটি৷ রাশিয়ার বর্তমান জনসংখ্যা কমবে ১৪ কোটি ৩০ লাখ থেকে ১১ কোটি ১০ লাখ৷
ঐ রির্পোটের কথা উল্লেখ করে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান বাবাটুন্ডে অসোটুমেহিন বলেছেন, বিশ্বের ২১৫ কোটি নারী এখনো জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সঠিক স্বাস্থ্য সেবার বাইরে৷ তাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক