1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাঁদের চমকে দিলেন মিশেল ওবামা!

১৩ জানুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ শেষ হচ্ছে আর কয়েক দিন পর৷ সেই সঙ্গে ফার্স্ট লেডি হিসেবে মিশেল ওবামার দায়িত্বেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে৷

https://p.dw.com/p/2Vk3E
স্ক্রিনশট
ছবি: YouTube/The Tonight Show Starring Jimmy Fallon

গত আট বছরে মিশেল ওবামা অনেকের কাছে রোল মডেল হয়ে উঠেছিলেন৷ সব বয়সের মানুষই তাঁকে পছন্দ করেছেন৷

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন তাঁর অনুষ্ঠান ‘টুনাইট শো’-তে প্রচারের জন্য কয়েকজন সাধারণ মার্কিন নাগরিককে মিশেল ওবামার জন্য ধন্যবাদ সম্বলিত বক্তব্য রেকর্ড করার অনুরোধ করেছিলেন৷ আগ্রহী ব্যক্তিদের স্টুডিওতে মিশেল ওবামার ছবির সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল৷

তবে ধন্যবাদ দিতে আগ্রহীরা জানতেন না, যে ঘরে বক্তব্য রেকর্ড হচ্ছে তার পাশের ঘরেই আছেন স্বয়ং মার্কিন ফার্স্ট লেডি৷ প্রত্যেকের বক্তব্যের শেষে তিনি সবার সঙ্গে দেখা করেছেন৷

ধন্যবাদ দেয়া ব্যক্তিদের মধ্যে মিশেলের একজন সহপাঠীও ছিলেন৷ তাঁর বক্তব্যে শেষে মিশেল তাঁকে ‘প্রিন্সটন’ নামে ডেকে জড়িয়ে ধরেন৷ প্রিন্সটন তাঁর বক্তব্যে গত আট বছরে ফার্স্ট লেডি হিসেবে মিশেলের কাজের প্রশংসা করেন৷ তিনি (মিশেল) সকলের জন্য রোল মডেল হয়ে উঠেছিলেন বলেও মনে করেন প্রিন্সটন৷

অন্য আরেক নারী বলেন, মর্যাদা, সমবেদনা আর শ্রদ্ধার মাধ্যমে যে, সব সমস্যার সমাধান করা যেতে পারে, মিশেল তা দেখিয়েছেন৷

আরেকজন বলেন, ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে কোনো একদিন কাজ করার ইচ্ছে ছিল তাঁর৷ এই কথা শুনে মিশেল পাশের ঘর থেকে বেরিয়ে এসে ঐ নারীকে জড়িয়ে ধরেন৷

মেয়ের কাছে রোল মডেল হয়ে ওঠায় মার্কিন ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানান এক পিতা৷ তিনি বলেন, মিশেলের কারণেই তাঁর মেয়ে সবজি খাওয়া শুরু করেছে৷

জেডএইচ/ডিজি (আইবিটি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য