1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন টাইট্যানিক

২৭ ফেব্রুয়ারি ২০১৩

তৈরি করবেন অস্ট্রেলিয়ার এক কোটিপতি, ক্লাইভ পামার৷ সে জাহাজ নাকি ২০১৬ সালেই যাত্রা শুরু করবে৷ প্রথম যাত্রার টিকিট কিনতে আগ্রহী ৪০ হাজার মানুষ৷ জাহাজ তৈরি হবে চীনে৷

https://p.dw.com/p/17mUM
ছবি: AP

ক্লাইভ পামার তাঁর নতুন টাইট্যানিকের নকশা দেখান মঙ্গলবার, নিউ ইয়র্কের একটি নৌ, বিমান ও মহাকাশযাত্রা সংক্রান্ত সংগ্রহশালায়৷ টাইট্যানিক দুই'ও যাত্রা করবে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে নিউ ইয়র্ক অবধি৷ তবে প্রথম টাইট্যানিকের মতো সে যাত্রা অভিশপ্ত হবে না বলেই ধরে নেওয়া যায়৷

টাইট্যানিক ছিল বিংশ শতাব্দির সূচনায় বিশ্বের বৃহত্তম এবং সর্বাপেক্ষা বিলাসবহুল সমুদ্রপোত৷ উত্তর অতলান্তিকে একটি আইসবার্গে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে যায়৷ তারিখটা ছিল ১৯১২ সালের ১৫ই এপ্রিল৷ জাহাজের ২,২০০ জন যাত্রী ও মাল্লার মধ্যে মাত্র ৭০০ জন প্রাণে বাঁচেন, প্রধানত যথেষ্ট লাইফ বোট না থাকার কারণে৷

নতুন টাইট্যানিকের অবশ্য আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কম, এবং সেটা জলবায়ু পরিবর্তনের কারণে, বলেছেন পামার৷ উত্তর অতলান্তিকে আর অতো বড় বড় বরফের চাঁই ভেসে বেড়াতে দেখা যায় না৷

100 Jahre Untergang der Titanic
ডুবে যাওয়া টাইট্যানিকের অংশছবি: RMS Titanic Inc./dapd

নয়তো নতুন টাইট্যানিকের যাত্রীরা আদত টাইট্যানিকের যাত্রীদের মতোই সাজপোশাক করবেন, একশো বছর আগের ফ্যাশান অনুযায়ী৷ জাহাজের রেস্তরাঁতেও আদত টাইট্যানিকের মেনু থেকেই খাবার-দাবার পরিবেশন করা হবে৷ এমনকি ডাইনিং রুমগুলোও সাজানো হবে আদত টাইট্যানিকের আদলে৷ এছাড়া টাইট্যানিক দুই'এর নকশা করেছে ফিনল্যান্ডের যে কোম্পানি, তারা বলছে এই টাইট্যানিক হবে ‘‘বিশ্বের সবচেয়ে নিরাপদ ক্রুইজ শিপ''৷ সেটা না বললেই বোধহয় ভালো হতো, কেননা আদত টাইট্যানিকের ক্ষেত্রেও বলা হয়েছিল, এ' জাহাজের ডোবা সম্ভব নয়৷

নতুন টাইট্যানিক চলবে ডিজেলে, আদত টাইট্যানিক চলত বাষ্পে৷ তাই নতুন টাইট্যানিকেও শুধু সাদৃশ্যের জন্য চারটি ধোঁয়া বের হওয়ার চিমনি রাখা হচ্ছে৷ অন্যদিকে নতুন টাইট্যানিকে থাকবে একটি নতুন ‘‘সেফটি ডেক'', যা'তে সর্বাধুনিক লাইফ বোট, সেফটি শুটস ও স্লাইডস থাকবে৷ তাছাড়া আদত টাইট্যানিকে আর যাই থাক, এয়ারকন্ডিশনিং ছিল না৷ এ'ধরনের অনেক আধুনিক সুখ-স্বাচ্ছন্দ্যই নতুন টাইট্যানিকে থাকবে৷

পামার বলছেন, তিনি নিজের পকেট থেকেই জাহাজ তৈরির খরচ দেবেন৷ অস্ট্রেলিয়ার একটি পত্রিকার হিসেব অনুযায়ী তিনি চার বিলিয়ন ডলারের অধিকারী৷ কিন্তু ফোর্বস পত্রিকার হিসেব অনুযায়ী পামার'এর সম্পত্তি ৮৯৫ মিলিয়ন৷ তবে টাইট্যানিক দুই'এ বিনিয়োগ করতে আরো অনেক উৎসাহীকে পাওয়া যাবে বলে ধরে নেওয়া যায়৷

এসি / জেডএইচ (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য