দেশ বিরোধী চুক্তি হলে বিএনপি আন্দোলনে যাবে
৩ সেপ্টেম্বর ২০১১ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা আশা করেন এই সফরে শুধু তিস্তার পানিবন্টন নয়, অভিন্ন নদী নিয়ে যে সমস্যা আছে তার সমাধান হবে৷ সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ তারও সমাধান চায় বিএনপি৷ তারা মনে করে তিস্তার পানিবন্টনে গ্যারান্টি ক্লজ থাকতে হবে৷ নয়তো ফারাক্কা চুক্তির মত ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা মীর্জা ফখরুলের৷
মীর্জা ফখরুল বলেন ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায় বিএনপি৷ কিন্তু ভারতের সঙ্গে কি চুক্তি হচ্ছে, তাতে কি থাকছে তার কিছুই প্রকাশ করছেনা সরকার৷ একটি প্রতিবেশপ দেশের সঙ্গে চুক্তির বিষয় স্বচ্ছ এবং খোলামেলা থাকা উচিত৷ দেশের মানুষের এইসব চুক্তির বিষয় জানার অধিকার আছে৷ তিনি বলেন যদি দেশবিরোধী কোনো চুক্তি হয় তাহলে বিএনপি তা মেনে নেবেনা৷ এর বিরুদ্ধে আন্দোলনে যাবে৷
বিএনপির দাবি ভারতের সঙ্গে যেসব চুক্তি হচ্ছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে৷ এদিকে আজ শনিবার ভারতের পানিসম্পদমন্ত্রীর বাংলাদেশে আসার কথা ছিল৷ তবে শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হয়েছে৷ তিনি ৬ই সেপ্টেম্বর মনমোহন সিং-এর সঙ্গে ঢাকা আসবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক