1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেখুন দুই কিশোরীর অবাক করা নাচ

২৫ নভেম্বর ২০১৬

একজনের নাম খাইলা, অন্যজনের নাম নাই-বি৷ দু'জনে প্রাণের বন্ধু আর দু'জনেই নাচতে ভালোবাসে৷ তাই দু'জনে মিলে একটি নাচ-নাচ-খেলা ‘আবিষ্কার' করেছে, যা দেখলে চমকে যেতে হয়৷

https://p.dw.com/p/2TElv
Screenshot Youtube Bizzy Boom #BESTFRIENDGOALS
ছবি: Youtube/Bizzy Boom

গত এক বছরে প্রায় এক কোটি মানুষ দেখেছেন তিন মিনিট আঠেরো সেকেন্ডের এই ভিডিও৷ যাদের বয়স সাত আর আট, তারা যে হিপ-হপের মতো একটা শক্ত নাচ আদৌ নাচতে পারে, তাতেই আশ্চর্য হওয়ার কথা৷ কিন্তু খাইলা আর নাই-বি প্রায় পেশাদারদের মতোই হিপ-হপ নাচে, তাদের বিভিন্ন ‘মুভ' একেবারে নিখুঁত৷ কিন্তু হিপ-হপ দেখেই ক্ষান্ত হবেন না, আরো অনেকে আছে...

এরা ডান্সহল, সালসা, অ্যাফ্রো, প্রায় সব ধরনের ‘আধুনিক’ ডান্সের সঙ্গে পরিচিত আর দারুণ নকল করতে পারে - তাও আবার ডুয়েটে! এদের হয়ত নাচ, বিশেষ করে ব্যালেটের ট্রেনিং আছে৷ একদিকে কাচ দিয়ে ঢাকা যে ঘরটায় ওরা ওদের নাচ দেখাচ্ছে, সেটাও ছোট কিংবা বড়দের ডান্স স্টুডিও হতে পারে অথবা পারত৷

সব মিলিয়ে, এই দুটি মেয়ের ‘ট্যালেন্ট' বা প্রতিভা অস্বীকার করার কোনো উপায় নেই৷ তবে এক কোটি দর্শককে যা মুগ্ধ করেছে, তা হলো শৈশব, বন্ধুত্ব, খেলা, নাচ ও প্রশিক্ষণের এই আশ্চর্য সংমিশ্রণ৷ আরো বড় কথা, খাইলা আর নাই-বির এই নাচ ‘শো' হলেও, ‘শো বিজ' নয়৷ অন্তত এখনও পর্যন্ত নয়৷

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান