1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্যোগে অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামের নারীরা

২১ মে ২০২২

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের গ্রামের নারীদের বেশি আর্থিক ক্ষতি হয়৷ সম্প্রতি প্রকাশিত এক গবেষণা বলছে, এসব প্রভাব মোকাবেলায় নারীদের সর্বোচ্চ ৩০ ভাগ বেশি খরচ করতে হয়৷

https://p.dw.com/p/4BeVT
Bangladesch Überflutungen
ছবি: Rehman Asad/AFP

গত বুধবার প্রকাশিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) করা এই গবেষণায় দেখা যায়, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের গ্রামীণ একটি পরিবারকে গড়ে মাসিক বাজেটের ১৫ শতাংশ খরচ করতে হয়৷ তবে নারী আয় করেন এমন বাড়িতে খরচের পরিমাণ প্রায় দ্বিগুণ৷ এর কারণ নারীরা পুরুষের চেয়ে কম আয় করেন৷

এছাড়া, বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলের অনেক পুরুষই নারীকে বাড়ি সামলানোর দায়িত্বে রেখে প্রতি মৌসুমে অন্য শহরে চলে যান৷ তখন বাড়ির দায়িত্ব পালন করতে হয় এই নারীদের৷

১০ জেলার ৩,০৯৪টি গ্রামীণ ঘরের ওপর জরিপ করা হয়৷ ঝড়, বন্যা, খরা, লবণাক্ততা ও গরমের কারণে এসব পরিবারের খরচের ওপর কেমন প্রভাব পড়ে তা গবেষণায় দেখা হয়৷ এসব পরিবারের ৪৩ ভাগ পরিবার বন্যায় আক্রান্ত, ৪১ ভাগ ঝড় এবং ৮৩ ভাগ খরা বা লবণাক্ততার মতো দীর্ঘমেয়াদী দুর্যোগে আক্রান্ত৷

জলবায়ু পরিবর্তন: ঝুঁকিপূর্ণ পেশায় উপকূলের নারীরা

২০২১ সালে প্রতিটি পরিবারের দুর্যোগ মোকাবেলায় ব্যয় ছিল ৭,৫০০ টাকা৷ পুরো গ্রামীণ জনগোষ্ঠীর প্রাক্কলন করা হলে তার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা৷

গবেষণায় দেখা যায়, বন্যাার কারণে নারীর আয়ে চলে এমন পরিবারগুলোতে খরচ পুরুষের আয়ে চলা পরিবারগুলোর চেয়ে দুই শতাংশ বেশি৷ আর প্রচণ্ড তাপপ্রবাহ থেকে বাঁচতে তাদের তিন শতাংশ বেশি খরচ করতে হয়৷ এছাড়া ঝড়ের কবল থেকে বাঁচতে নারীদের ৩০ শতাংশ বেশি খরচ করতে হয়৷ ঘূর্ণিঝড় আম্পানের সময় এমনটা দেখা গেছে৷

গবেষকরা বলছেন, এ কারণে বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী দেশগুলোকে তাদের তহবিল জলবায়ু পরিবর্তন ও দুর্যোগপ্রবণ এলাকার এসব মানুষগুলোর জন্য বেশি খরচ করা উচিত৷

জেডএ/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য