দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজাবাসী
গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলতে থাকলে এবং মানবিক সহায়তার সুযোগ সীমিত থাকলে সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে৷
অপুষ্টির শিকার শিশুরা
অপুষ্টির শিকার ফিলিস্তিনি শিশু ইয়ানা আয়াদের মা গাজা উপত্যকার দক্ষিণে একটি ফিল্ড হাসপাতালে মোবাইলে থাকা ইয়ানার একটি ছবি দেখাচ্ছেন৷ ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সেখানে দুর্ভিক্ষের শঙ্কা তৈরি হয়েছে৷
গরম খাবারের অপেক্ষা
একটি দাতব্য সংস্থার রান্না করা গরম খাবার নিতে ভিড় করেছে একদল ফিলিস্তিনি৷ যুদ্ধের কারণে গাজায় ত্রাণ সহায়তা ঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না৷ ছবিটি ১৯ জুন খান ইউনিসে তোলা৷
অপেক্ষায় শিশু
গাজায় খাদ্য সংকট চলছে৷ ছবিতে একটি শিশুকে খাবারের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে৷
বাইরে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষা
অপুষ্টির শিকার ফিলিস্তিনি শিশু আমজাদ আল কানুকে ধরে রেখেছেন তার মা নাদা৷ গাজার বাইরে চিকিৎসা নিতে যাওয়ার জন্য খান ইউনিসের একটি হাসপাতালে অপেক্ষায় আছে শিশুটি৷
ক্যানসার চিকিৎসার অপেক্ষা
ফিলিস্তিনি শিশু জোরি আল-আর ক্যানসার এবং অপুষ্টির শিকার৷ চিকিৎসার জন্য সেও গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় আছে৷ ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সাধারণ গাজাবাসীরও মাসের পর মাস ধরে ভুগতে হচ্ছে৷
ফিলিস্তিনি মায়ের বিশ্রাম
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে অসুস্থ সন্তানের পাশে বিশ্রাম নিচ্ছেন তার মা৷ যুদ্ধের কারণে সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে৷ বেসামরিক হতাহতের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে৷ হামাস গতবছরের অক্টোবরে ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালালে জবাবে গাজায় অভিযান শুরু করে দেশটি৷