দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে তেল ছড়ানো বন্ধ হয়েছে
১০ আগস্ট ২০১০ডুবন্ত পণ্যবাহী জাহাজ এমএসসি চিত্রা থেকে তেল নিঃসরণ বন্ধ হয়েছে৷ তেল ছড়ানোর ফলে সমুদ্রের জলের দূষণ মাত্রা কমিয়ে তা স্বাভাবিক করতে উপকূল রক্ষী তাদের অভিযান অব্যাহত রেখেছে৷ সমুদ্রে ভাসমান তেলের স্তর দেখলেই তার ওপর স্প্রে করা হচ্ছে দূষণ নিরোধক কেমিক্যাল৷ মুম্বই বন্দরে জাহাজ যাতায়াত স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন উপকূল রক্ষী বাহিনীর কর্তাব্যক্তি৷ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, নেভিগেশনে ভুল এবং রেডিও যোগাযোগ না থাকার ফলেই এই দুর্ঘটনা৷
সমুদ্রের জলে ইতিমধ্যেই যে পরিমাণ তেল ছড়িয়েছে, যার পরিমাণ হবে ৪০০ টনের বেশি, তাতে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা৷ মুম্বই উপকুলভাগে অবস্থিত ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রকে কুলিং-এর জন্য সমুদ্রের জল ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে৷ মহানগরের চারপাশের সমুদ্রের মাছ খেতে সবাইকে নিষেধ করা হয়েছে৷ তেল যেভাবে ছড়িয়ে গেছে তাতে মহারাষ্ট্রের উপকূলবর্তি জেলা কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে, যাতে সমুদ্রের উপকূলভাগে এলিফান্টা গুহা এবং বাদাবনের ক্ষয়ক্ষতি রোধ করা যায়৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ