দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে?
বাংলাভাষী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা৷ কেমন চলছে এই উৎসবের প্রস্তুতি?
কবে দুর্গাপূজা?
২০১৯ সালের দেবীপক্ষের সূচনা হবে ২৮ সেপ্টেম্বরে মহালয়া থেকে৷ দুর্গাপূজার মূল উদযাপন শুরু হবে ৩ অক্টোবর, অর্থাৎ পঞ্চমীতিথি থেকেই৷
খুঁটিপূজা সম্পন্ন
দেবীপক্ষের বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন জায়গায় করা হয় খুঁটিপূজা৷ পূজার জন্য নির্দিষ্ট যে জায়গা, সেখানেই মণ্ডপের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে করা হয় এই পূজা৷ কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ পূজা কমিটি বা ক্লাবে শুরু হয়ে গেছে এই খুঁটিপূজার হিড়িক৷
তুলির শেষ মুহূর্তের টান
দুর্গাপূজার দিন যত ঘনিয়ে আসে, তত বাড়তে থাকে উত্তর কলকাতার পাড়া কুমোরটুলির খ্যাতি৷ উঠতি চিত্রগ্রাহক থেকে জনসাধারণের সোশাল মিডিয়া- সর্বত্র দেখা যায় প্রতিমা নির্মাণের জন্য পরিচিত এই পাড়ায় শেষ মুহূর্তের কাজের দৃশ্য ধরে রাখার প্রবণতা৷
পূজার ওপর বসবে ট্যাক্স?
কলকাতায় প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে৷ এর মধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন আয়কর বিভাগের নির্দেশ, কলকাতার বড় বড় পূজা কমিটিকে তাদের খরচের হিসেব দিতে হবে৷ এবিষয়ে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা আমাদের জাতীয় উৎসব নিয়ে গর্ব করি৷ কোনো পূজাতে ট্যাক্স বসানো হোক আমি চাই না৷ এটা সংগঠকদের উপর বাড়তি বোঝা হবে৷ তাই দুর্গাপূজা কমিটির উপর কোনো ট্যাক্স বসানো চলবে না৷’’
তারকাদের পূজা
কলকাতার বড় বড় দুর্গাপূজার মধ্যে বেশ কিছুই জনপ্রিয় হয়ে ওঠে সেই পূজায় বিভিন্ন তারকাদের উপস্থিতির জন্য৷ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির পাড়ার পূজা বেহালার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এসময়৷ এছাড়া, বড় কোনো সংস্থা তাদের দুর্গাপূজায় ভিড় টানতে নামী তারকাদের নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসাবে বেছে নেন৷ এবারের পূজাতেও এই ধারা অব্যাহত থাকবে সেই ধারনা করা যায়৷
কীভাবে সাজবে মহানগরী?
কলকাতার বিখ্যাত দুর্গাপূজাগুলিতে ভিড় বাড়ে থিম বা বিষয়বস্তুর অভিনবত্বের ফলে৷ কোনো জায়গায় ‘থিম’ হয় প্রাকৃতিক দুর্যোগ, কোনো বিশেষ ধাতুর প্রতিমা বা কোনো বিশেষ আবহ৷ এই সবের সাথে থাকে পূজাপ্রাঙ্গণের পাশে নামীদামী খাবারের দোকানের স্টল৷ বিভিন্ন ধরনের আলো ও সঙ্গীতে মোড়া এই মণ্ডপগুলি পূজার দিনগুলিতে পাড়াগুলিকে অন্য চেহারা দেয়৷
কলকাতার বাইরে যে দুর্গাপূজা
দুর্গাপূজা কেবলই পশ্চমবঙ্গ বা কলকাতাকেন্দ্রিক উৎসব নয়৷ ভারতে বাঙালি অধ্যুষিত অঞ্চল, যেমন দিল্লির চিত্তরঞ্জন পার্ক বা এলাহাবাদ বা আসাম-ত্রিপুরার একাধিক শহর, সেখানেও দেখা যায় পূজা ঘিরে ব্যাপক উত্তেজনা৷ কিন্তু শুধু ভারতেই নয়, বিপুল উৎসাহে দুর্গাপূজা পালিত হয় বাংলাদেশেও৷ অ্যামেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপ, অস্ট্রেলিয়া- প্রায় সব দেশেই সেখানকার বাঙালি বাসিন্দাদের মধ্যে থাকে দুর্গাপূজা উদযাপনে উৎসাহ৷