দুর্গা পূজা নির্বিঘ্ন করতে কড়া পুলিশ প্রহরা
২ অক্টোবর ২০১১আজ বোধনের পর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা৷ সাড়ম্বরে পূজা উদযাপনের জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন৷ এবার সারাদেশে প্রায় ২৮ হাজারেরও বেশি মন্ডপে পূজা হচ্ছে৷ গতবারের চেয়ে এবার মন্ডপের সংখ্যা বেড়েছে এক হাজার৷ রাজধানীতে পূজা হচ্ছে ১৯৬টি মণ্ডপে৷
ইতিমধ্যে পূজার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানালেন, পূজা উৎযাপন পরিষদের নেতারা৷ শনিবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সিটি কর্পোরেশন ঈদের সময় প্যান্ডেল তৈরী করলেও পূজাতে কোন উদ্যোগ নেয় না৷ পূজাতেও এ ধরনের উদ্যোগের দাবী তাদের৷
এবার মা দুর্গা গজে অর্থাৎ হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন৷ আর কৈলাশে ফিরবেন দোলায় চড়ে৷ দেবীর আগমন ও গমন নিয়ে এই পৃথিবীতে নানা ঘটনা ঘটে থাকে বলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন৷ দেবীর গজে আগমন অর্থই হল- এই বসুন্ধরা এবার শস্যপূর্ণ হবে৷ আর দোলায় গমন অর্থই হল পৃথিবীতে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, ধ্বংস-প্রলয় আর মড়কের ইঙ্গিত৷
এদিকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি বলে জানান তিনি৷
শনিবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন, সনাতনী হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশ তার পূর্ণশক্তি ব্যবহার করবে৷ পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম