দুতার্তের পথে হাঁটছেন ট্রাম্প
১৯ মার্চ ২০১৮যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, সোমবারই নিউ হ্যাম্পশায়ারে এমন এক পরিকল্পনার কথা ঘোষণা করার কথা ট্রাম্পের৷ বর্তমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদক পাচারকারীদের মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব তুলবেন তিনি৷ ট্রাম্পের ডোমিস্টিক পলিসি কাউন্সিলের পরিচালক অ্যান্ড্রু ব্রেমব্যর্গ রবিবার সাংবাদিকদের একথা জানান৷ট্রাম্প মনে করেন, যদি মাদক পাচারকারীরা মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পায়, তাহলে তাদের অন্তত দীর্ঘদিন কারাবাস করা উচিত৷
যুক্তরাষ্ট্রের প্রায় ২৪ লাখ মানুষ মাদকাসক্ত৷ অনেকেই হেরোইন এবং ফেনাটিল গ্রহণ করেন৷ ২০১৬ সালে মাদক গ্রহণের ফলে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে৷ যাদের বয়স ৫০-এর নীচে, তাদের মৃত্যু হয়েছে অতিরিক্ত মাদক সেবনের কারণে৷ দেখা যাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবহার করে ব্যথা কমানোর জন্য তারা মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করতো৷
ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিচার বিভাগ সরাসরি চিকিৎসক, ফার্মাসি এবং ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে সরাসরি সিদ্ধান্ত দিতে পারবে৷ এমনকি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তিন বছরের মধ্যে প্রেসক্রিপশনে এ ধরনের ওষুধের পরিমাণ (যেগুলোতে মরফিন রয়েছে) এক তৃতীয়াংশ কমিয়ে ফেলা হবে৷ পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা আরও উন্নত করা হবে৷ এছাড়া মানুষকে সচেতন করে তুলতে প্রচারণা চালানোর পরিকল্পনা আছে ট্রাম্পের৷
এর আগেও মাদকপাচারকারীদের মৃত্যুদণ্ডের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প৷ ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের একই ধরণের সিদ্ধান্তের প্রশংসাও করেছিলেন তিনি৷ উল্লেখ্য, দুতার্তে মাদকপাচারকারীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)