1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দু’একদিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেয়া হবে’

৮ অক্টোবর ২০২২

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে এবং এর রূপরেখা দু'একদিনের মধ্যেই দেবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক৷

https://p.dw.com/p/4Hv6a
DW Talkshow Khaled Muhiuddin Asks | 127
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে এসে এ কথা বলেন সংসদের এই সাবেক চিফ হুইপ৷ ফারুক বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষ বর্তমান সরকারের অধীন নির্বাচন চায় না৷

‘‘শুধু বিএনপি কর্মীরাই নন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মীরা বাদ দিলে সাধারণ কর্মীরাও এই সরকারের অধীনে নির্বাচন চায় না,’’ দাবি করেন সাবেক এই সংসদ সদস্য৷ তিনি বলেন, খুব শিগগিরই দেয়া হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা৷

‘‘মহাসচিব বলেছেন, দু'একদিনের মধ্যে আলোচনা শেষে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেয়া হবে,’’ জানান ফারুক৷

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান৷ তিনি ফারুকের দাবি অস্বীকার করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার জনগণ চায় কি না তা ভোটের মাধ্যমে বোঝা যাবে৷ ‘‘৯৮ ভাগ না আট ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চায় তা ভোটের মাধ্যমে জানা যাবে,’’ বলেন তিনি৷ 

তিনি দাবি করেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই৷ তাই তারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে৷ জবাবে ফারুক বলেন, বিদেশি বন্ধুদের কাছে তথ্য তুলে ধরা মানে তাদের সঙ্গে দেন দরবার করা নয়৷

অনুষ্ঠানে মূল আলোচনার বিষয় ছিল গুম ও খুনের সংখ্যা৷

আওয়ামী লীগের ইমেজ নষ্ট করার জন্য গুম ও খুনের সংখ্যা বাড়িয়ে বলছে কি না বিএনপি এ প্রশ্নের জবাবে ফারুক পালটা প্রশ্ন করে বলেন, ‘‘গুম সাত হোক আর ৭০টা হোক, একটা ঘটনারও কি সত্য উদঘাটন করতে পেরেছে আওয়ামী লীগ?’’

জবাবে শামীম ওসমান এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে বলেন, অনেক ঘটনা আছে যেখানে স্থানীয় শত্রুতার জেরে, কিংবা ভারত, দুবাই বা যুক্তরাষ্ট্রে লুকিয়ে থেকে পরে গুম, খুন হয়েছে বলে উল্লেখ করা হয়৷

তিনি বলেন, ‘‘খুন অপরাধ হবে, কিন্তু বিচার হবে কি না সেটাই বড় বিষয়৷’’

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান