দুই যমজ আর এক শিশুর কাণ্ড
২৩ জানুয়ারি ২০১৭বিজ্ঞাপন
মাত্র ৩১ সেকেণ্ডের একটি ভিডিও৷ বোঝাই যায়, ভিডিওটি করা হয়েছে কোনো পারিবারিক অনুষ্ঠানে৷ মজা করে এক সোফায় দুই যমজের মাঝখানে অন্য এক শিশুকে বসিয়ে ভিডিওটি করা হয়েছে৷ তাদের মাঝে নতুন একজনের উপস্থিতি টের পেয়েই কান্না শুরু করে একজন৷ অন্য যমজ কিন্তু পুরোটা সময়ই একদম চুপ৷
শিশুর কান্না কাউকেই স্বাভাবিক অবস্থায় আনন্দ দেয় না৷ এই ভিডিওর আকর্ষণও কান্না নয়৷ দেখার মতো বিষয় মাঝখানে বসে থাকা শিশুটির নির্বিকার অভিব্যক্তি৷ সে এমনভাবে ডানে কান্নারত আর বাঁয়ে বসে থাকা নির্বিকার শিশুকে দেখছে যেন সে অদ্ভুত কিছু দেখছে!
শিশুর স্বভাবসুলভ কান্না এবং তার পাশেই আরেক শিশুর বুড়ো বুড়ো ভাব অনেকের মনে আনন্দের হিল্লোল তুলেছে বলেই দু'বছরে ভিডিওটি দেখা হয়েছে ২ কোটি ৬৭ লক্ষ ৫১ হাজার ৩৯১ বার!
এসিবি/ডিজি
বন্ধু, কেমন লাগলো ভিডিওটি? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷