দুই জোটে ২ রাষ্ট্রপতি, ৩ প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় নির্বাচনে এবার মনোনয়নপ্রার্থীদের মধ্যে একজন সাবেক রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন৷ এছাড়া জোটে আছেন আরেক সাবেক রাষ্ট্রপতি৷ তাঁদের কথা জানুন ছবিঘরে৷
শেখ হাসিনা
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী৷ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী৷ ১৯৮৬ থেকে ১৯৯০ ও ১৯৯১ থৈকে ১৯৯৫ পর্যন্ত বিরোধী দলের নেতা এবং ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷ ২০০৮ সালের সংসদ নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ বিজয় লাভ করলে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন৷ এবারের নির্বাচনে গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ পীরগঞ্জ আসন থেকে মনোনয়ন নিয়েছেন তিনি৷
খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রধান৷ তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ বর্তমানে কারাবন্দি খালেদা জিয়াকে সংসদীয় আসন বগুড়া-৬ এবং ৭-এ মনোনয়ন দেওয়া হয়েছে৷ এছাড়া ফেনী-১ আসন থেকেও তাঁর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে৷
ব্যারিস্টার মওদুদ আহমদ
হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে ২৭ মার্চ ১৯৮৮ থেকে ১২ আগস্ট ১৯৮৯ পর্যন্ত জাতীয় পার্টি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি৷ এবারের নির্বাচনে নোয়াখালী ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (ছবিতে সর্ব ডানে)৷
হুসেইন মুহম্মদ এরশাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসন ও ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে৷ তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা৷ ১৯৮৬ সালে সংসদীয় সাধারণ নির্বাচনে তিনি স্বপ্রতিষ্ঠিত জাতীয় পার্টির ভোটপ্রার্থী হিসাবে অংশ গ্রহণ করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন৷
একিউএম বদরুদ্দোজা চৌধুরী
২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পর নভেম্বর মাসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷ ২০০২ সালে এক বিতর্কিত ঘটনার জের ধরে পদ ছাড়তে বাধ্য হন ও পরবর্তীকালে রাজনৈতিক দল বিকল্প ধারা বাংলাদেশ গঠন করেন৷ এবারের নির্বাচনে তাঁর দল, জাতীয় সমাজতান্ত্রিক দল(রব), কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য-দল নিয়ে গঠিত জোট যুক্তফ্রন্ট হিসেবে মহাজোটের শরিক হিসেবে অংশ নিচ্ছে৷