দীপাবলির আলোয় আলোকিত হলো লাইচেস্টারের আকাশ
২৬ অক্টোবর ২০১০দেওয়ালি বা দীপাবলির আলোকসজ্জার আয়োজন তো বিভিন্ন স্থানেই হয়, কিন্তু লাইচেস্টার শহরের কথা বলছি কেন? প্রশ্নের উত্তরটি দিয়েছেন আয়োজকরা৷ সেখানকার সিটি কাউন্সিলর বিজয় প্যাটেল বলছেন, এটাই হচ্ছে ভারতের বাইরে সবচেয়ে বড় দীপাবলি উৎসব৷ শহরের হিন্দু ধর্মাবলম্বী মানুষ তো বটেই, অন্য ধর্মের মানুষও শরিক ছিলেন আলোর আনন্দ উৎসবে৷ এক কথায় সার্বজনীন উৎসব যাকে বলে৷
কেবল এই শহরের নয়, ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে সদলবলে এসেছিলেন অনেকে৷ ব্রিটেনের বাইরে থেকেও এখানে যোগ দেয়া মানুষের সংখ্যা একবারে কম নয়৷ আসলে উৎসবে শরিক হতে এবং নিজস্ব সংস্কৃতির অবগাহন করতে কে না চায়!
দীপাবলি উৎসবকে কেন্দ্র করে শহরের বেলগ্রেভ রোড সেজেছিল নানা রঙের বাতিতে৷ ছিল গহনা, পোশাক আর মিষ্টিসহ নানা কিছুর ছোট ছোট স্টল৷ এক কথায় একে মেলা বললে মোটেই ভুল বলা হবে না৷
তবে লাইচেস্টারে এবারই যে প্রথম দীপাবলির আয়োজন করা হলো, তা কিন্তু ঠিক নয়৷ ২৭ বছর ধরে এখানে পালিত হচ্ছে এই অনুষ্ঠান৷ তবে অন্য সকল সময়ের চেয়ে এবারের উৎসবের আকার ছিল বৃহৎ৷
দিনের আলো শেষে যখন সন্ধ্যা হচ্ছে, সেই রাতের আকাশে আতশবাজির কাজটি ছিল বেশ মনোমুগ্ধকর, সঙ্গে লেজার রশ্মির আলোকচ্ছটা দিয়েছে বাড়তি আনন্দ৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: সঞ্জীব বর্মন