দিল্লীর ধর্ষিতা
২৭ ডিসেম্বর ২০১২বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জোরদার ব্যবস্থা নেয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ দেশের দ্বাদশ পরিকল্পনার বিকাশ লক্ষ্য নিয়ে আলোচনা করতে ডাকা এই বৈঠকে যোগ দেন রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং শীর্ষ নেতৃত্ব৷ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীরা৷ কিন্তু তামিলনাড়ু মুখ্যমন্ত্রী জয়ললিতা বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ তুলে সম্মেলন থেকে বেরিয়ে যান৷
সরকার বর্তমান আইন পর্যালোচনা করে যৌন নিগ্রহের শাস্তি কী হওয়া উচিত – তা স্থির করতে গঠন করা হচ্ছে বিশিষ্ট জুরিদের নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে.এস ভার্মা কমিশন, জানান প্রধানমন্ত্রী৷ এর পাশাপাশি গঠিত হয়েছে সংসদীয় কমিটি৷ কমিটির সদস্য বিজেপি সাংসদ বলেন, দেশে নারী নির্যাতন এবং ১৬ই ডিসেম্বরের গণধর্ষণ কাণ্ডের বিস্তারিত তথ্য দিতে ডাকা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের৷
এদিকে দিল্লি ধর্ষণকাণ্ডের শিকার তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, গত রাত্রে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য৷ তাঁর পালস রেট নেমে গিয়েছিল, দেখা গিয়েছিল অন্যান্য জটিলতাও৷
ওদিকে দিল্লির ইন্ডিয়া গেটে ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সম্পর্কে পশ্চিমবঙ্গের জাঙ্গিপুরের কংগ্রেস সাংসদ রাষ্ট্রপতিপুত্র অভিজিত মুখোপাধ্যায়ের এক বেফাঁস মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক৷ তিনি নাকি বলেছেন, কিছু নারী সাজগোজ করে মুখে রঙচঙ মেখে ডিস্কো থেকে প্রতিবাদ করতে যান ইন্ডিয়া গেটে৷ আসলে তাঁরা ছাত্রী কিনা সন্দেহ আছে৷ আর মোমবাতি নিয়ে মিছিল আজকাল যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ স্নাভাবিকভাবেই, এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়৷ রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, এটা ওনার ব্যক্তিগত মতামত৷ দিল্লির প্রতিবাদী আমজনতার প্রতি তাঁদের পূর্ণ সমর্থন আছে৷ অভিজিত বাবু পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন৷