1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিনের আলো ছাড়া শরীরের ‘ঘড়ি’ ঠিকমতো চলে না

১৪ মার্চ ২০২২

আমাদের জীবনে সূর্যের আলোর ভূমিকা যে কতটা হতে পারে, সে বিষয়ে অনেকেই সচেতন নন৷ কৃত্রিম আলোর থেরাপি বিকল্প হলেও সেক্ষেত্রে সঙ্গে চাই তাজা বাতাস৷

https://p.dw.com/p/48QsU
Lichttherapie
ছবি: Imago/UIG

আলো মানুষের মনে আনন্দ জাগায়৷ বিশেষ করে স্বাভাবিক সূর্যের আলো আমাদের মন-মেজাজ সত্যি ভালো রাখে৷ কিন্তু বছরের শীতল ও অন্ধকার সময়ে অনেক মানুষ এক সমস্যার মুখে পড়েন৷ তারা সুর্যের আলোর মুখ খুব কম দেখেন৷ তখন আমাদের হরমোন নিঃসরণ প্রক্রিয়া এলোমেলো হয়ে যায়, যার পরিণতি ভয়াবহ হতে পারে৷ মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর মাজদা আদলি বলেন, ‘‘শীতের মাসগুলি অপেক্ষাকৃত অন্ধকার হয়৷ ফলে বেশি মেলাটোনিন নিঃসৃত হয়৷ মেলাটোনিন আমাদের ক্লান্ত করে তোলে, কারণ সেটি ঘুমের হরমোন৷ ফলে শীতের ঋতুতে অনেক মানুষ বেশি ক্লান্তি বোধ করেন, শরীরে জোর পান না৷ অনেকে তথাকথিত ‘উইন্টার ব্লুজ'-এ ভোগেন৷''

কিন্তু ‘উইন্টার ব্লুজ'-এর অর্থ কী? হাসপাতালে আলোর থেরাপির সময়ে প্রতিদিন আধ ঘণ্টা করে দিনের আলোর মতো দেখতে কৃত্রিম বাতির সামনে বসে থাকতে হয়৷ সেটি সূর্যের আলোর স্পেকট্রাম নকল করে, যা আমাদের ঘুমানো ও জেগে থাকার চক্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে৷ প্রফেসর আদলি মনে করেন, ‘‘আলোর থেরাপি ঠিকমতো প্রয়োগ করা জরুরি৷ তার জন্য বিশেষ লাইট থেরাপি যন্ত্র রয়েছে৷ বেশিরভাগ যন্ত্র ১০,০০০ লাক্স আলো বিকিরণ করে৷ এমন বাতির সামনে সাধারণত সকালে আধ ঘণ্টা সময় কাটাতে হয়৷ সে সময়ে কিছু পড়া যায়, সামান্য কাজ করা যায় অথবা প্রাতরাশ করা যায়৷ সব কোণ থেকে রেটিনায় আলো পড়া জরুরি৷''

বাতির প্রকার অনুযায়ী আলোর তেজ ও পদ্ধতি বদলে যায়৷ কিন্তু থেরাপি কখনো ৩০ মিনিটের বেশি হতে পারে না৷ এই সময়ই যথেষ্ট৷ কয়েকটি সেশনের পরেই প্রায় সব রোগীই ইতিবাচক  পরিবর্তন টের পান৷

আলো আমাদের শরীরের নিজস্ব বায়োলজিকাল ক্লকের উপর প্রভাব ফেলে৷ ২৪ ঘণ্টার চক্র অনুযায়ী সেটি কাজ করে এবং শরীরের সব জৈবিক প্রক্রিয়া নির্ধারণ করে৷ সেই ঘড়ি যাতে ঠিকমতো চলে, তা নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় করা জরুরি৷

সেই সিনক্রোনাইজেশন প্রক্রিয়ার খাতিরে শরীরের ঘড়ির দিনের আলোর প্রয়োজন হয়৷ ক্রোনোবায়োলজিস্ট হিসেবে প্রফেসর আখিম ক্রামার বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷ তিনি বলেন, ‘‘জন্মসূত্রেই আমাদের অন্তরে এক শান্ত ভাব থাকে৷ তবে সেটা মোটেই ২৪ ঘণ্টা দীর্ঘ হয় না৷ প্রতিদিন সূর্যের আলোর মাধ্যমে ২৪ ঘণ্টার জন্য সিনক্রোনাইজ করতে হয়৷ সেটা ছাড়া আমরা ২৪ ঘণ্টার ছন্দে বাঁচতে পারতাম না৷ সে কারণে আমাদের বিশেষ করে সকালের স্বাভাবিক আলোর প্রয়োজন হয়৷''

রেটিনার ব্লু লাইট রিসেপ্টরে আলো ধরা পড়ে৷ সেই সংকেত মিডব্রেনে পৌঁছে শরীরের নিজস্ব ঘড়ি সিনক্রোনাইজ করে৷ প্রফেসর ক্রামার বলেন, ‘‘আসলে শরীরের সব প্রক্রিয়া সেই ‘ইনার ক্লক' দ্বারা পরিচালিত হয়৷ ঘুমানো ও ঘুম থেকে ওঠার ছন্দ থেকে শুরু করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, কিডনির ক্রিয়া, মেটাবলিজম বা বিপাক, রোগ প্রতিরোধ ইত্যাদি অনেক কিছুই শরীরে ঘড়ির মাধ্যমে ঘটে৷ আমরা সতর্ক না হলে এবং যথেষ্ট আলোর মাধ্যমে ভালোভাবে সিনক্রোনাইজ না হলে নানা প্রচলিত রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়৷''

লাইট থেরাপি শীতকালেও দৈনন্দিন জীবনের ছন্দ স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং মনও তরতাজা রাখে৷ কিন্তু মনে রাখতে হবে যে, প্রকৃত অবসাদের ক্ষেত্রে এই থেরাপি কাজ করে না৷ শীতকালে হালকা অবসাদ দেখা দিলে অবশ্য দুই সপ্তাহের মধ্যেই কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়৷

তাছাড়া দিনের বেলা যতবার সম্ভব বাসা থেকে বের হওয়া জরুরি৷ কারণ, তাজা বাতাস নিতে নিতে শরীরের মুভমেন্ট আমাদের মনমেজাজের উপর ইতিবাচক প্রভাব রাখে৷

টোমাস রুগে/এসবি