1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের শাস্তি

১ জুন ২০১২

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন পুলিশের হাতে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, ঘটনার পর পরই দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে৷

https://p.dw.com/p/156RG
ছবি: Reuters

ঢাকা ও ঢাকার বাইরে পুলিশের হাতে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিকসহ দেশের সাধারণ মানুষ যখন ক্ষুব্ধ, তখন এনিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন৷ তিনি সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা শুরু হয়েছে৷ তবে এসব ঘটনার মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা, তিনি সাংবাদিকদের তা খুঁজে বের করতে অনুরোধ করেন৷

Bangladesch Proteste Textilarbeiter Dezember 2010 Flash-Galerie
ছবি: AP

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জীবন বাঁচাতে পুলিশকে গুলি ছুঁড়তেই হবে৷ সন্ত্রাসীরা যদি পুলিশকে আক্রমণ করে, তাহলে পুলিশ বসে থাকতে পারেনা৷

নানা অভিযোগে মানুষকে ধরে নিয়ে ব়্যাব ১০/১২ দিন আটক রেখে ক্রসফায়ারে হত্যা করে – একজন সাংবাদিকের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই সব পরিবারকে সরাসরি তাঁর কাছে অভিযোগ করার পরামর্শ দেন৷

অন্যদিকে ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ‘পুলিশ আগের চেয়ে ভাল হয়েছে' – স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য