1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দাম’ দিয়ে মুক্তি উইগুর নারীদের?

৭ মে ২০১৯

২০১৭ সালে অনেক পাকিস্তানি ব্যবসায়ীর উইগুর সম্প্রদায়ের স্ত্রী-রা হারিয়ে গিয়েছিলেন৷ তাঁদের মধ্যে ৪০ জনের মতো মু্ক্তি পেয়েছেন৷ কিন্তু এই মুক্তি পেতে দাম দিতে হয়েছে৷

https://p.dw.com/p/3I5Mc
Türkei unsichere Lage für Uiguren aus China
ফাইল ফটোছবি: Reuters/Murad Sezer

বার্তা সংস্থা এএফপি'কে দেয়া সাক্ষাৎকারে ওই নারীদের স্বামীরা দাবি করেছেন, ইসলামে হারাম, এমন কাজ তাঁদের করতে হয়েছে৷ চীনা সমাজে ‘খাপ খাইয়ে নেবার জন্য' তাঁদের এসব কাজ করতে হচ্ছে৷

ইসলামী উগ্রবাদ দমনের নামে চীনের জিনজিয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলে প্রায় দশ লাখ উইগুর সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়৷ চীনা কর্তৃপক্ষ বরাবরই একে ‘কারিগরি শিক্ষা প্রদান কেন্দ্র' বলে দাবি করে আসছে৷

হারিয়ে যাওয়া নারীরাও এসব ক্যাম্পে ছিলেন৷ মু্ক্তি পাবার পর কারো কারো স্বামীর সঙ্গে দেখা হয়েছে৷

‘‘তিনি আমাকে বলেছেন যে, তাঁকে শুয়োরের মাংস খেতে এবং মদ পান করতে বাধ্য করা হয়েছে, এমনকি এখনো করতে হচ্ছে,'' নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর স্বামী বলেন এএফপি'কে৷ তিনি তাঁর স্ত্রীকে দেখতে জিনজিয়ান প্রদেশে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন৷ তিনি বলেন, এই নারীদের মুক্তি দিলেও তাঁদের আচরণ পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ৷

‘‘কর্তৃপক্ষ বলেছে, তাঁর আচরণ দিয়ে তাদের সন্তুষ্ট করতে হবে যে, তিনি আর কোনো প্রতিক্রিয়াশীল চিন্তাধারার সঙ্গে যুক্ত নন,'' বলেন ঐ নারীর স্বামী৷

সম্প্রতি উইগুর জনগোষ্ঠীর ওপর চীন সরকারের খবরদারির বিষয়ে আন্তর্জাতিক মহলে চরম সমালোচনা হলে, গত দু'মাস ধরে এই নারীদের আস্তে আস্তে ছাড়তে শুরু করে তারা৷ 

জেডএ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য