1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাভোসে বাংলাদেশ: আলোচনায় রাজনৈতিক সংস্কার ও রোহিঙ্গা ইস্যু

২২ জানুয়ারি ২০২৫

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের তৃতীয় দিন চলছে আজ। এর মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে।

https://p.dw.com/p/4pT7s
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দাভোসে অন্য বিশ্বনেতাদের মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসছবি: CA Press Wing

দাভোসে এ পর্যন্ত আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, রাজনৈতিক সংস্কার, বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক রাজনৈতিক ইস্যুগুলো আলোচনায় এসেছে। জার্মান চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাইকমিশনারসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করবে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর গ্র্যান্ডি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে এই বছরের শেষ দিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তা চাওয়ার পর গ্রান্ডি বলেন, "আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।”

ইউনূস বলেন, আপনার কণ্ঠস্বর আরো সোচ্চার হতে হবে।”

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। সেখানে এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট অবসানে উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন এবং তিনি সব দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।

ইউরোপের দেশগুলোর সঙ্গেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস দ্বিপাক্ষিক বৈঠক করেন ।

সেখানেও প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে শলৎসের সমর্থন চান।

এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরিতে সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি একটি ঐক্যমত কমিশন গঠন করেছেন। ছয়টি প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই কমিশন কাজ করছে।

এদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে বাসস।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বৈঠক

এর বাইরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এছাড়া পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তাও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সুইজারল্যান্ডের ডাভোসে গত ২০ জানুয়ারি শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের এবারের আসর। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

জেডএ/এসিবি (বাসস)