দশম সংসদের চার বছর পূর্তি
২০১৪ সালের ৫ জানুয়ারির সমালোচিত নির্বাচনের মধ্য দিয়ে গঠন হয় দশম জাতীয় সংসদ৷ ২৯ জানুয়ারি এর চার বছর পূর্ণ হলো৷ ছবিঘরে দেখুন দশম সংসদে উল্লেখযোগ্য কী কী হলো৷
নির্বাচনের বছরে দশম সংসদ
২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম সংসদ৷ সে হিসেবে এর মেয়াদ চার বছর পূর্ণ হলো৷ অর্থাৎ পাঁচ বছর মেয়াদি সংসদের জন্য এটি নির্বাচনি বছর৷ আগামী বছর ২৯ জানুয়ারির আগের তিন মাসের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷
আলোচিত ৫ জানুয়ারি নির্বাচনে গঠিত সংসদ
২০১৪ সালের ৫ জানুয়ারিতে ‘আলোচিত’ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল দশম জাতীয় সংসদ৷ বিএনপিসহ অনেক দল ওই নির্বাচন বর্জন করেছিল৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সাংসদ নির্বাচিত হন৷ ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন এইচ এম এরশাদও৷ পরে তাঁর দল জাতীয় পার্টি (জাপা) সংসদে বিরোধী দলের আসনে বসে৷
বন্ধুত্বপূর্ণ সংসদ
ঠিক যেন একটা বন্ধুত্বপূর্ণ সংসদ, দশম জাতীয় সংসদ৷ সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতণ্ডা নেই তেমন৷ সরকারের অধিকাংশ নীতিনির্ধারণী সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে বিরোধী দল৷ থেকে থেকে বিরোধী দলও সরকারি দলের প্রশংসা কুড়াচ্ছে৷
কার্যকর সংসদ
তবে প্রশ্ন থাকছে সংসদের কার্যকারিতা নিয়ে৷ অন্যান্য সংসদের তুলনায় এ সংসদে বিরোধী দলের অংশগ্রহণ বেশি৷ তারপরও এ সংসদ আদতে কতটা কার্যকর তা নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে৷ একটি পত্রিকায় সাক্ষাৎকারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘‘গুণগত বিশ্লেষণে যাচ্ছি না৷ তবে দশম সংসদে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের অংশগ্রহণ সংসদকে কার্যকর করেছে৷’’
রাষ্ট্রপতি নির্বাচন
মোট ১৯টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৪২ দিন৷ চার বছরে এই সংসদে ১৩০টি আইন পাস হয়েছে৷ ১৪টি প্রস্তাব গৃহীত হয়েছে৷
বিরোধী নেতার ভাষণ
গত বছর সংসদের অধিবেশন বসেছে পাঁচটি৷ মোট কার্যদিবস ছিল ৭৬টি৷ গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, অধিবেশনগুলোতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দেওয়া সমাপনী ভাষণগুলোতে কোনো নীতিনির্ধারণী বিষয়ে তাঁর শক্ত সমালোচনা, বিতর্ক বা অবস্থান ছিল না৷
বাজেট নিয়ে উত্তাপ
চলতি সংসদে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে বাজেট নিয়ে৷ বিরোধী দলও এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছে৷ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী৷ বিশেষ করে সমাপ্ত বছরের বাজেট অধিবেশনে ব্যাংকের আমানতকারীদের ওপরে আবগারি শুল্ক ধার্য করে বেশি সমালোচনার মুখে পড়েন তিনি৷ এমনকি ব্যাংক খাতে লুটপাটের কারণে বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু অর্থমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করেছিলেন৷
বিএনপি নিয়ে সমালোচনা
বাজেটে বিরোধী দল নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়ে অনেকগুণ বেশি সমালোচনা হয়েছে বিএনপির কার্যকলাপ নিয়ে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার সুশীল সমাজের একটি অংশেরও কড়া সমালোচনা করেছেন৷
সংসদীয় কূটনীতি
সংসদীয় কূটনীতির ক্ষেত্রে সফলতা দেখিয়েছে দশম জাতীয় সংসদ৷ বিচ্ছিন্নভাবে জঙ্গিবাদের উত্থান নিয়ে উন্নত কয়েকটি দেশের অতি সতর্কতার মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের দেশগুলোর সর্ববৃহৎ দু’টি সংস্থার সম্মেলনের আয়োজক হওয়া এবং তা সফল ও নিরাপদে আয়োজন করে সাফল্য দেখিয়েছে সংসদ৷