1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দলীয় সরকার জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে করবে না'

১ নভেম্বর ২০১১

ডা. সেলিনা হায়াত আইভীকে ভিন্ন গুণাবলির অধিকারী রাজনীতিবিদ মনে করেন সাংবাদিক গোলাম মোর্তোজা৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘আট বছর ক্ষমতায় থাকার পরও আইভী'র ভাবমূর্তি স্বচ্ছ রয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এটা বড় গুণ'৷

https://p.dw.com/p/132T8
Narayanganj City Corporation Election, Bangladesh Size: Flash and Standard (any three from your choice) Description: Narayanganj City Corporation Election taking place today. This election has created huge attention. Decleration: DW correspondent Samir Kumar Day sent these photos. copyright : Samir Kumar Day 30.11.2011
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভী'র স্বচ্ছ ভাবমূর্তি ভোটারদের মনে ধরেছেছবি: Samir Kumar Day

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী৷ বাংলাদেশের প্রথম নারী মেয়র তিনি৷ ‘সাপ্তাহিক' পত্রিকার সম্পাদক গোলাম মোর্তোজা এই বিষয়ে বলেন, ‘‘সেলিনা হায়াত আইভী এর আগে প্রায় আট বছর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ বাংলাদেশের মতো একটি দেশে আট বছর দায়িত্ব পালন করার পরও কারো ভাবমূর্তি স্বচ্ছ থাকা অর্থাৎ কোন সন্ত্রাসের অভিযোগ, কিংবা কোন দুর্নীতির অভিযোগ না থাকা একটা বড় গুণের ব্যাপার৷ এবং সেই গুণের পরিচয়টা সেলিনা হায়াত আইভী দিয়েছেন৷  

বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকার দলের নির্দেশ মেনে নির্বাচনের আগের রাতে নির্বাচন বর্জনের ঘোষণা করেন৷ গোলাম মোর্তোজা মনে করেন, বিরোধী দলের এই সিদ্ধান্ত আইভীর জন্য সহায়ক হয়েছে৷ বিএনপির ৯৯ শতাংশ ভোটই তিনি পেয়েছেন৷ তবে তৈমুর আলম নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতা খুব কঠিন হতো বলে মনে করেন মোর্তোজা৷ তিনি বলেন, ‘‘সেক্ষেত্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতো এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় সেলিনা হায়াত আইভী হয়ত জিততেন, কিন্তু সেখানে ভোটের প্রার্থক্য অনেক কম হত বলেই আমাদের কাছে মনে হয়েছে'৷ 

Narayanganj City Corporation Election, Bangladesh Size: Flash and Standard (any three from your choice) Description: Narayanganj City Corporation Election taking place today. This election has created huge attention. Decleration: DW correspondent Samir Kumar Day sent these photos. copyright : Samir Kumar Day 30.11.2011
‘জাতীয় নির্বাচনে কোনো দলীয় সরকারের কাছ থেকে নিরপেক্ষতা প্রত্যাশা করা যায় না’ছবি: Samir Kumar Day

দলীয় সরকারের আওতায় এবং সেনা সহায়তা ছাড়াই নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও একইভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে নন এই তরুণ সম্পাদক৷ তিনি বলেন, ‘‘জাতীয় নির্বাচন কোন অবস্থাতেই দলীয় সরকার, সেটা বর্তমান আওয়ামী লীগ সরকার হোক আর অন্য যেকোন দলীয় সরকার হোক, কারো কাছ থেকেই নিরপেক্ষতা প্রত্যাশা করা যায় না৷ মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, দলীয় সরকার জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে করবে না, করতে পারবেও না৷''

নারায়ণগঞ্জের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে৷ নির্বাচন ফলাফল নিয়েও প্রার্থীদের তেমন কোন অভিযোগ নেই৷ গোলাম মোর্তোজা মনে করেন, ইভিএম পদ্ধতিতে কারচুপির সুযোগ আছে কিনা, সেটা আরো ভালোভাবে পরীক্ষানিরীক্ষা করতে হবে৷ এরপর বিশেষজ্ঞরা সম্মতি প্রদান করলে জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা যেতে পারে৷ সাধারণ ভোটারদের প্রযুক্তি জ্ঞান এখানে মুখ্য বিষয় নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য