দক্ষিণ গাজায় ইসরায়েলের হামলা
২ ডিসেম্বর ২০২৩সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর গাজায় মোট ৪০০-র বেশি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে' আঘাত করেছে তারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে৷ যুদ্ধবিমান ‘একটি মসজিদের ভিতরে ইসলামিক জিহাদের অপারেশনাল কমান্ড সেন্টারে আিঘাত হানে' বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ৷
এর আগে শুক্রবার সকালে এক সপ্তাহেরযুদ্ধবিরতির ইতি টানেইসরায়েলের যুদ্ধবিমান৷ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেজে ওঠে সাইরেন৷ দূর থেকে এলাকাটি আলোকিত হয়ে উঠতে দেখা যায়৷ ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হঠাৎ রকেট হামলা চালানোয় তারা ‘সন্ত্রাসীদের লক্ষ্য করে' হামলা শুরু করেছে৷
গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন৷ ৭ অক্টোবর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৭ জনে৷
এর আগে ৭ অক্টোবরহামাসের সন্ত্রাসী হামলার পর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে৷ এই হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছেন৷ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানিসহ বেশ কিছু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
এদিকে শনিবার মিশর থেকে কমপক্ষে ৫০টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে৷ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সামাজিক মাধ্যমে বলেছে, ‘‘ট্রাকগুলোতে খাদ্য, জল, ত্রাণ সহায়তা, চিকিৎসা সামগ্রী এবং ওষুধ রয়েছে৷''
‘ফের শক্তিশালী পদক্ষেপ'
শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা সংক্রান্ত মানচিত্র প্রকাশ করেছে। আইডিএফ তাদের ঘোষণায় বলেছে, ইসরায়েল গাজায় ‘হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ফের শক্তিশালী পদক্ষেপ নিতে শুরু করেছে'৷
আইডিএফ উত্তরের বাসিন্দাদের ‘অবিলম্বে' বাড়িঘর ছেড়ে পশ্চিমে আশ্রয়কেন্দ্র ও স্কুলে চলে যেতে আহ্বান জানিয়েছে৷
আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই জানান জাবালিয়া, শিজাইয়াহ, জেইতুন এবং গাজার পুরনো শহর সহ কয়কেটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে যেতে হবে৷
তিনি জাবালিয়ায় ছয়টি ভবনের তথ্য উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের চলে যেতে বলেছেন৷ গাজা শহরের বাসিন্দাদের পশ্চিম দিকে এবং অন্যত্র চলে যেতে বলা হয়েছে৷
কাতার জানিয়েছে তারা ফের দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে দুবাইতে জাতিসংঘের কপ২৮ জলবায়ু সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব নেতাদের সঙ্গে দেখা করেছেন৷
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মিডিয়া শনিবার দামাস্কাসের কাছে ইসরায়েলি বিমান হামলার কথা জানিয়েছে৷ এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
আরকেসি/ এফএস (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)