থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ১
৩ অক্টোবর ২০২৩কর্তৃপক্ষের বরাতে প্রথমে বার্তা সংস্থাগুলো তিনজনের মৃত্যুর খবর প্রচার করলেও পরে কর্তৃপক্ষ জানিয়েছে, এক জন মারা গেছেন, আহত হয়েছেন ছয় জন৷ বন্দুকধারীকে আটক করেছে পুলিশ৷ তার বয়স ১৪ বছর৷
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, থাই রাজধানীর অতি জনপ্রিয় সিয়াম প্যারাগন মল থেকে লোকজন দৌঁড়ে বের হচ্ছেন৷ প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন সাংবাদিকদের জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে৷
থাই ইমারজেন্সি সেবার এরাওয়ান ইমারজেন্সি সেন্টারের পরিচালক ইউথানা স্রেতানান ক্ষুদে বার্তায় সাংবাদিকদের প্রথমে তিনজনের মৃত্যুর খবর জানালেও পরে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন৷
মলের মূল গেটের সামনে বেশ কয়েকটি পুলিশ ভ্যান ও অ্যাম্বুলেন্স দেখা গেছে৷ ব্যাংককে স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনার পর লোকজনকে সেখান থেকে সরিয়ে নিতে দেখা যায়৷ মলের সামনের রাস্তায় অনেককে হেঁটে যেতে দেখা যায়৷
থাই ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত হামলার এক বছর পূর্তির কয়েকদিন আগে ঘটল ঘটনাটি৷ গত বছর পুলিশের সাবেক এক কর্মকর্তা ছুরি ও বন্দুকসহ একটি নার্সারি স্কুলে হামলা করে ২৪ জন শিশু ও ১২ জন প্রাপ্তবয়স্ককে হত্যা করে৷ ২০২০ সালে কোরাট শহরে এক সাবেক সেনা কর্মকর্তা একটি শপিং মলে ২৯ জনকে হত্যা করে৷
জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)