1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রাণ ও উদ্ধারকাজে প্রধান বাধা বৃষ্টি আর ধস

২২ সেপ্টেম্বর ২০১১

ভূমিকম্প দুর্গত সিকিমে ত্রাণ ও উদ্ধারকাজ জোর কদমে চললেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি আর ধস৷ বহু গ্রাম এখনো বিচ্ছিন্ন৷ স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম আজ সিকিম প্রশাসনের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন ৷

https://p.dw.com/p/12eZn
সামরিক বাহিনী সাধ্যমতো সাহায্য করছেছবি: dapd

ভূমিকম্প বিধ্বস্ত সিকিমে ত্রাণ ও উদ্ধারকাজে বিঘ্ন ঘটাচ্ছে দফায় দফায় বৃষ্টি৷ বৃষ্টির ফলে আবার ভূমিধস৷ স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি মেঘ হিমালয়ের পাদদেশ থেকে পুরোপুরি সরে যায়নি৷ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে বৃষ্টি হলে ধস নামে৷ রাস্তা পরিষ্কার না হওয়ায় গোটা উত্তর ও পশ্চিম সিকিমের বহু গ্রাম এখনো বিচ্ছিন্ন৷ বহু মানুষ সেখানে আটকা পড়ে আছে যার মধ্যে আছেন দেশিবিদেশি অনেক পর্যটক৷ বিমান থেকে খাবার প্যাকেট ও ওষুধপত্র নামিয়ে দেয়া হচ্ছে৷ গোদের ওপর বিষফোঁড়ার মত আজ উত্তর সিকিমে ভারত-চীন সীমান্তের কাছে লাচুং-এ হড়কা বানে মারা যায় একজন৷ আটকা পড়ে শখানেক লোক৷ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ সিকিমে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করেন৷ হাসপাতালে আহতদের দেখতে যান৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন৷ পরে সিকিম প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চলতি ত্রাণ ও উদ্ধার কাজ পর্যালোচনা করার পর তিনি রাজ্যের জন্য মাঝারি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি রচনার কথা বলেন৷

Erdebeben Indien FLASH Galerie
বর্তমান পরিস্থিতিতে পুনর্গঠনের কাজ আরও কঠিন হয়ে উঠেছেছবি: dapd

এরমধ্যে আছে, চিকিৎসা সুবিধা, রাস্তা পরিষ্কার করে ভাঙা সড়ক মেরামত করে গ্রামের সঙ্গে যুক্ত করা, জল ও বিদ্যুৎ সংযোগ  পুনরুদ্ধার করা, ৫/৬ হাজার দুর্গত পরিবার যারা ত্রাণ শিবিরে আছে তাদের খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করা ইত্যাদি৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে সিকিমে যাবেন বলে জানান তিনি৷

সিকিমের জনজীবন স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকার সবরকম সাহায্য দেবে৷ প্রথম কিস্তি হিসেবে ৫০ কোটি টাকা সাহায্য দেবার কথা ঘোষণা করেন চিদাম্বরম৷

ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ তারমধ্যে সিকিমে মৃত ৭৬৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক                                                                    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য