1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৃণমূলের টুইটার হান্ডেল হ্যাকড

২৮ ফেব্রুয়ারি ২০২৩

তৃণমূলের তরফে টুইটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কলকাতা পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হচ্ছে।

https://p.dw.com/p/4O3CW
তৃণমূল
ছবি: Payel Samanta/DW

সোমবার রাতেই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। হ্যাক হওয়ার পর সেখান থেকে কোনো টুইটও আর করা হয়নি। হ্যাকাররা তৃণমূলের লোগো বদলে দিয়েছে। বদলে দেওয়া হয়েছে নামও। দলের নামের জায়গায় লেখা আছে যুগা ল্যাবস। বস্তুত, ছবির উপরেও ওয়াই জাতীয় একটি গ্রাফিক ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

কারা একাজ করেছে, তা এখনো স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী বা ব্যক্তি এর দায় স্বীকার করেনি। তৃণমূল জানিয়েছে, তারা মঙ্গলবার সকালে ভারতের টুইট সংস্থার সঙ্গে যোগাযোগ করে। টুইটার জানিয়েছে, বিষয়টি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কারা একাজ করেছে তারাও তা বলতে পারেনি।

টুইটারের তরফে জানানো হয়েছে, পুলিশে অভিযোগ জানাতে চাইলে তৃণমূল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানাতে পারে।

এদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। টুইটার অ্যাকাউন্ট ঠিক না হওয়া পর্যন্ত সেখান থেকে কোনোরকম টুইট করা হবে না।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)