তুষার-শুভ্র ইউরোপ
ইউরোপে জেঁকে বসেছে শীত৷ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুষারে ঢাকা৷ দেখুন ছবিঘরে....
হিমশীতল এক রাজ্য
মাইনাস তাপমাত্রার কনকনে শীত৷ সেইসাথে অনবরত তুষারপাত৷ জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের এই বিস্তীর্ণ তৃণভূমিতে তুষারপাতের ফলে সাদা এক স্তর জমা হয়েছে৷ দেখে মনে হয় যেন বরফের পাত দিয়ে ঢেকে দেওয়া ভূমি৷ অবশ্য শুষ্ক আবহাওয়া এই অঞ্চলের বন্যায় আক্রান্ত এলাকাগুলোর জন্য সুসংবাদই বলা যায়৷
ওয়ান্ডারল্যান্ডের চমক
বরফে ঢাকা শীতের সৌন্দর্য সবচেয়ে বেশি নাকি দেখা যায় সুইজারল্যান্ডে৷ দেশটির লাউটেরব্রুনেন শহরের একটি স্কি-রিসোর্টের এই দৃশ্য পর্যটনপ্রেমীদের হৃদয় জুড়াবে৷ শীত যতে বাড়ছে এমন সৌন্দর্য দেখতে ততোই দেশটিতে ভিড় করছেন পর্যটকেরা৷ গত শীতে আল্পসে তেমন বরফের দেখা মেলেনি৷ তবে চলতি বছরের মাইনাস তাপমাত্রার সাথে তুষারপাতে যেন প্রত্যাশিত সুইজারল্যান্ডকেই দেখা যাচ্ছে৷
বরফ খুড়ে মাছ ধরা
নর্ডিক দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি পর্যন্ত নেমেছে৷ তবে মজার বিষয় হলো, হিম হয়ে যাওয়ার মতো এমন শীতেও থেমে নেই বরফ খুড়ে মাছ ধরা৷ দেশটির লাপল্যান্ডে দেখা গেছে এমনই দৃশ্য৷ বরফ খুড়ে মাছ ধরার চেষ্টা করছেন কেউ কেউ৷
ধোঁয়াচ্ছন্ন সুর্যোদয়
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এ বছর এখন পর্যন্ত সর্বনিম্ন মাইনাস ১০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে৷ রাজধানীর মনোমুগ্ধকর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম হলো সেখানকার সুর্যোদয়৷ চিমনির ধোঁয়ার ফাঁকে উঁকি মারা সূর্যের সোনালি আলোয় ঝলমল করছে প্রাগের আকাশ৷
হাঙ্গেরিতে বরফের আসন
ছবিটি দেখে কী বুঝতে পারছেন? এটি আসলে পর্যটকদের বসার চেয়ার৷ কিন্তু মাইনাস তাপমাত্রার শীতে হাঙ্গেরির রাজধানীর বালাটোন লেকের সামনের এই চেয়ারটি দেখে মনে হয় যেন এটি বরফ দিয়ে বানানো৷ বসতে চান?
এমন শীতেও সার্ফিং!
জার্মানির মিউনিখ শহরের ইংলিশ গার্ডেনে সার্ফিংয়ে নেমেছেন একজন৷ সেখানকার তাপমাত্রা কত জানেন? গত বুধবার শহরের তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি৷ এমন শীতে অনেকেই যখন ঘর থেকে বের হতে চান না, তখন তিনি নেমেছেন পুরোদস্তর সার্ফিংয়ে!
কেমন আছে ফ্লেমিঙ্গোরা?
বরফ শীতল এমন তাপামাত্রা ফ্লেমিঙ্গোদের জন্য ভয়ানক৷ পিচ্ছিল বরফে পড়ে গিয়ে আহত হতে পারে তারা৷ বার্লিনের চিড়িয়াখানায় তাই তাদেরকে একটি উষ্ণ ঘরে রাখা হয়েছে৷
রাজার জন্য মেনে নাও!
ব্রিটিশ রাজপরিবারের গার্ডদের নাকি হাসতে মানা৷ দায়িত্ব পালনের সময়ে কথা বলতেও মানা৷ ভাবুন তো- হাসে না, কথা বলে না এমন গার্ডদের দেখতে বরফের মতো স্থির মনে হয় না? লন্ডনের এখনকার তাপমাত্রাও অবশ্য সেরকম৷ মানুষের চোখমুখ থেকে হাসি উধাও৷
কেমন দেখায় আইফেল টাওয়ার
প্যারিসে সপ্তাহজুড়েই চলছে এমন হিম শীতল তাপমাত্রা৷ ঐতিহ্য আর সৌন্দর্যের আইফেল টাওয়ার কেমন দেখাচ্ছে এই শীতে? দূর থেকে তোলা টাওয়ারের সামনের এই ছবিটি দেখুন৷ মনে হয়, আকাশচুম্বী আইফেলকে ছুঁতে পেরোতে হবে বরফের রাজ্য৷
স্পেনে রেকর্ড
আটলান্টিকের তীরে অবস্থিত ইউরোপের দেশ স্পেনে ডিসেম্বর মাসে পারদ ৩০ ডিগ্রি পর্যন্ত উঠেছিল৷ ভাবা যায়, শীতকালে ইউরোপের কোনো এক দেশের তাপমাত্রা গ্রীষ্মের অনুভূতি দিচ্ছে? কিন্তু না, শেষ পর্যন্ত ঠান্ডা জেঁকে বসেছে সেখানেও৷ পরিস্থিতি এখন এমন যে, গত কয়েক সপ্তাহে রাজধানী মাদ্রিদে যে পরিমান তুষারপাত হচ্ছে তা একশ বছরেও দেখা যায়নি৷