1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তা চুক্তির আশা ছাড়ছেন না বাংলাদেশের বিশ্লেষকরা

৮ সেপ্টেম্বর ২০১১

বিশ্লেষকরা মনে করেন, ভারতের মত বৃহৎ প্রতিবেশীর কাছে থেকে কিছু আদায় করতে হলে বাংলাদেশকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে৷ আর ভারতের বাজারে ৪৬ ধরনের পণ্যের শুল্কমু্ক্ত প্রবেশাধিকারকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা৷

https://p.dw.com/p/12UYF
চুক্তি হয়নি তবে বন্ধুত্ব বেড়েছে৷ ঢাকায় সিং ও হাসিনাছবি: dapd

তিস্তার পানি চুক্তি না হওয়ায় বাংলাদেশের মানুষ যতটা না হতাশ তার চেয়ে বেশি হতাশ তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচরণে৷ সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলে,ন মমতা যদি বাংলাদেশে এসে তার সমস্যার কথা বলতেন তাহলে মানুষ এতটা হতাশ হতনা৷

আর পানি ও নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন আমাদের হাল ছাড়লে চলবেনা৷ কারণ জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যাচ্ছে৷ আমাদের তিস্তার পানি ছাড়া চলবেনা৷ তাই ধৈর্যের সাথে তিস্তার পানির জন্য আলোচনা চালিয়ে যেতে হবে৷

Manmohan Singh
গার্ড অব অনার দেওয়া হচ্ছে মনমোহন সিং -এর সম্মানেছবি: picture-alliance/dpa

এদিকে ভারত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে ৪৬ ধরনের পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে তাকে স্বাগত জানান সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক৷ তবে তিনি মনে করেন, অশুল্ক বাধা দূর না হলে এতে তেমন লাভ হবেনা৷

আর সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমবে৷ কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সক্ষমতা আরো বাড়াতে হবে৷

এর বাইরে সীমানা নির্ধারণ প্রটোকল সই হওয়ায় ছিটমহল এবং সীমান্ত সমস্যার সমাধান হবে বলে আশা বিশ্লেষকদের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান