1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিব্বত বিতর্ক: চীনে বন্ধ মার্কিন চ্যানেল

২২ অক্টোবর ২০২১

মার্কিন বাস্কেটবল দেখানো বন্ধ করে দিল চীন। এক খেলোয়াড় তিব্বত নিয়ে মন্তব্য করার জেরে এই সিদ্ধান্ত।

https://p.dw.com/p/420XT
বাস্কেটবল
ছবি: Lynne Sladky/AP Photo/picture alliance

মার্কিন ব্রডকাস্টার টেনসেন্ট চীনে ন্যাশনাল বাস্কেটবল বা এনবিএ-এর খেলা দেখায়। বৃহস্পতিবার তারা আচমকাই বস্টন সেলটিক্সের খেলা দেখানো বন্ধ করে দেয়। টেলিভিশনের পর্দা কালো হয়ে যায়। পরে জানা যায়, বস্টন সেলটিক্সের এক খেলোয়াড় তিব্বত নিয়ে মন্তব্য করার জেরেই এ কাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ব মঞ্চে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

আপাতত সেলটিক্সের কোনো খেলা দেখানো হবে না বলে জানিয়ে দিয়েছে চীন। কারণ সেলটিক্সের খেলোয়াড় এনেস ক্যান্টার সমাজ মাধ্যমে তিব্বত নিয়ে একাধিক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'তিব্বতে চীনের প্রশাসন কী ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে, তা নিয়ে আমি বলতে চাই। মানবাধিকার, স্বাধীনতা কোনো কিছুই নেই তিব্বতে। তিব্বত তিব্বতিদের। চীন সেখানে আগ্রাসন চালাচ্ছে।' এখানেই শেষ নয়, দলাই লামার ছবি দেওয়া টি-শার্ট পরে একটি দুই মিনিটের ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানেও তিব্বতের মুক্তির কথা বলেছেন।

বুধবারের ম্যাচে 'ফ্রি টিবেট' লেখা জুতো পরে নেমেছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই চীন প্রশাসন চ্যানেল দেখানো বন্ধ করে দেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, 'দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্যই এ সব করছেন ওই খেলোয়াড়। সস্তা প্রচারের চেষ্টা করছেন। চীন এর প্রতিবাদ করছে।' তবে বাস্তব অন্যরকম। এর আগেও বিভিন্ন বিষয়ে নিজের রাজনৈতিক মতামত স্পষ্ট করেছেন ক্যান্টার। নিজে তুরস্কের মানুষ হয়েও কিছুদিন আগে এর্দোয়ানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। নিয়মিত বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই বাস্কেটবল খেলোয়াড়।

চীনের তিব্বত এবং উইগুর নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বাকি বিশ্ব। উইগুরদের সঙ্গে চীনের ব্যবহার নিয়ে এর আগে ৪৩টি দেশ সরকারিভাবে সমালোচনা করেছে। তিব্বত নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি হংকংয়ে চীন যে কাজ করছে, তা নিয়েও আলোচনা কম হচ্ছে না। সমাজমাধ্যমে ক্যান্টার বলেছেন, শি জিনপিং একজন স্বৈরাচারী শাসক। তার এই মন্তব্যও মোটেই ভালো চোখে দেখেনি চীন।

প্রশ্ন উঠেছে, ক্যান্টারের এই কাজের জন্য চীন কি আপাতত মার্কিন বাস্কেটবল দেখানো বন্ধ রাখবে, নাকি বিষয়টিকে প্রতীকী বলে ফের তারা ব্রডকাস্ট শুরু করতে দেবে?

এসজি/জিএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)