‘তিনিই একমাত্র দুর্নীতিবাজ ছিলেন, বাকি সবাই ভালো'
১২ নভেম্বর ২০২১ডয়চে ভেলের ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এ এবারের আলোচনার বিষয় ছিল বিচারপতি এসকে সিনহার বিচার ও এর পেছনে রাজনৈতিক ইন্ধন থাকার আশঙ্কা৷
এই অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন৷
অনুষ্ঠানে আলোচিত হয় বাংলাদেশে বিচারবিভাগেরস্বাধীনতার সীমা ও বিচারকার্যের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সরকারের বিভিন্ন পক্ষের প্রভাব বিস্তারের প্রসঙ্গ৷ এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন রাখেন দেশের জনগণের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা কতটুকু৷
উত্তরে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘‘দেশের নিম্ন আদালতে থাকা দুর্নীতির কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না৷ কিন্তু হাইকোর্টের পবিত্রতাকে কেউ প্রশ্ন করতে পারবে না৷ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা আগাগোড়া দুর্নীতিবাজ ছিলেন, তাই তার সাজা হয়েছে৷ এখন এই কথা কেউ অন্য কারো ব্যাপারে বলতে পারবে না৷ তিনিই একমাত্র দুর্নীতিবাজ ছিলেন, বাকি সবাই ভালো৷''
একই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘‘দেশের বিচার বিভাগকে স্বাধীন করতে যা যা দরকার, তা কি কেউ করতে পেরেছে? অর্থনৈতিক ক্ষমতাও নেই এই বিভাগের৷ বিভাগ স্বাধীন যদি বা হয়েও যায়, তা-ও কোনো ক্ষমতা নেই৷ এসকে সিনহার মামলায় এই রায় বিচারবিভাগের জন্য বা জনগণের জন্য কোনো সুখকর বার্তা বয়ে আনবে না৷''
এসএস/এসিবি