1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তিনিই একমাত্র দুর্নীতিবাজ ছিলেন, বাকি সবাই ভালো'

১২ নভেম্বর ২০২১

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিচার এবং বিচারবিভাগের দুর্নীতি  প্রসঙ্গে এ কথা বলেছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক৷

https://p.dw.com/p/42whf
DW Talkshow Khaled Muhiuddin Asks | 082
ছবি: DW

ডয়চে ভেলের ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এ এবারের আলোচনার বিষয় ছিল বিচারপতি এসকে সিনহার বিচার ও এর পেছনে রাজনৈতিক ইন্ধন থাকার আশঙ্কা৷

এই অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন৷

অনুষ্ঠানে আলোচিত হয় বাংলাদেশে বিচারবিভাগেরস্বাধীনতার সীমা ও বিচারকার্যের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সরকারের বিভিন্ন পক্ষের প্রভাব বিস্তারের প্রসঙ্গ৷ এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন রাখেন দেশের জনগণের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা কতটুকু৷

উত্তরে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘‘দেশের নিম্ন আদালতে থাকা দুর্নীতির কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না৷ কিন্তু হাইকোর্টের পবিত্রতাকে কেউ প্রশ্ন করতে পারবে না৷ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা আগাগোড়া দুর্নীতিবাজ ছিলেন, তাই তার সাজা হয়েছে৷ এখন এই কথা কেউ অন্য কারো ব্যাপারে বলতে পারবে না৷ তিনিই একমাত্র দুর্নীতিবাজ ছিলেন, বাকি সবাই ভালো৷''

একই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘‘দেশের বিচার বিভাগকে স্বাধীন করতে যা যা দরকার, তা কি কেউ করতে পেরেছে? অর্থনৈতিক ক্ষমতাও নেই এই বিভাগের৷ বিভাগ স্বাধীন যদি বা হয়েও যায়, তা-ও কোনো ক্ষমতা নেই৷ এসকে সিনহার মামলায় এই রায় বিচারবিভাগের জন্য বা জনগণের জন্য কোনো সুখকর বার্তা বয়ে আনবে না৷''

এসএস/এসিবি