বিশ্বকাপ বাছাই
১২ সেপ্টেম্বর ২০১২মঙ্গলবার রাতে প্রতিবেশী অস্ট্রিয়ার সঙ্গে ২-১ গোলে ম্যাচ জিতে জার্মানি৷ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে সহজে ছাড় দেয়নি অস্ট্রিয়ানরা, লড়ে গেছে শেষ পর্যন্ত৷ প্রথমার্ধে জার্মান দলের খেলা ছিলো বেশ অগোছালো৷ তবে দ্বিতীয়ার্ধে তারা প্রাধান্য বিস্তার করেন৷ জার্মানির মার্কো রয়েস প্রথমার্ধে আর মেসুত ও্যজিল দ্বিতীয়ার্ধে গোল করেন৷ অস্ট্রিয়ার স্লাতকো ইউনুসোভিচ একটি গোল শোধ করেন৷ তবে ম্যাচ ড্র করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মার্কো আর্নাওতোভিচ৷ খেলার একেবারে শেষ দিকে তিনি একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন৷
অস্ট্রিয়ার বিরুদ্ধে এই নিয়ে টানা আটটি ম্যাচ জিতলো জার্মানরা৷ তবে এত সহজে তারা কিন্তু জয় পায় নি এই ম্যাচটিতে৷ সেই ব্যাপারে প্রশ্ন করা হলে জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ বলেন, ‘‘জার্মান দলের বিরুদ্ধে যতবার জিতেছে অস্ট্রিয়া, ততবার তারা আর কোন দলের বিরুদ্ধে জেতেনি৷ তাই ম্যাচের শুরু থেকেই তারা জোর দিয়ে খেলেছে৷'' ম্যাচ জয়ের ফলে বেশ স্বস্তিতেই আছে জার্মান কোচ৷ তিনি বলেন, আমরা জিতেছি, এখন আমাদের পয়েন্ট ছয়৷ আমার মনে হয় আমাদের ভাগ্যটাও ভালো, কারণ খেলার ফলাফল ২-২ হতে পারতো৷
এদিকে পেরুর বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিষ্প্রভ ছিলেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি৷ গত ছয়টি ম্যাচে ১০ টি গোল করা এই স্ট্রাইকার যেন খেলতেই পারেন নি পেরুর দলের বিরুদ্ধে৷ পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই মধ্যমাঠ পুরো দখল করে রাখে পেরুর খেলোয়াড়রা৷ মেসিকে তারা কড়া পাহারায় রাখে৷ তাই কোনভাবেই বল নিয়ে দৌড়ানোর সুযোগ পাননি এই তারকা খেলোয়াড়৷ তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে আর্জেন্টিনাকে৷ তবে নয় দলের গ্রুপে এখন পর্যন্ত সবার আগেই রয়েছে মেসির দল৷
ম্যাচে নিজেকে খুঁজে না পাওয়ার কারণ হিসেবে মেসি বলেন, মাঠটা একদমই সাহায্য করেনি৷ খেলতে হলে তো বলটাকে কমপক্ষে দুয়েকবার পায়ে রাখতে হবে৷ আমরা আমাদের খেলাটা খেলতে পারিনি, তবে ড্র-টাও মন্দ না৷
আরআই/এসবি (রয়টার্স, ডিপিএ)