1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তারকা প্রচারকদের জন্য আট দফা বিধি কমিশনের

২৬ মার্চ ২০২৪

এই আচরবিধি পালন না করলে শাস্তি হতে পারে রাজনৈতিক দলগুলির। দলগুলি হারাতে পারে ভোট প্রতীক।

https://p.dw.com/p/4e7JV
মুখ্য নির্বাচন কমিশন
মুখ্য নির্বাচনি কমিশনরা রাজীব কুমার ছবি: Manish Swarup/AP/picture alliance

নির্বাচনের আচরণবিধি যাতে সকলে মেনে চলে তার দায়িত্ব নিতে হবে তারকা প্রচারকদের। তারা যদি কোনো ভুল করেন, আচরণবিধি অনুসরণ না করেন, তা হলে তার শাস্তি দেওয়া হবে দলকে। সম্প্রতি নির্বাচন কমিশনের সূত্র এ খবর জানিয়েছে।

বস্তুত, গত ১ মার্চ নির্বাচনের আদর্শ আচরণবিধি ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির প্রার্থী এবং তারকা প্রচারকদের সেই আচরণবিধি মেনে প্রচারে নামতে হবে। প্রত্যেক জেলার জেলাশাসক (নির্বাচনের সময় তারাই হবেন জেলার নির্বাচনি কর্মকর্তা) এই আচরণবিধি পালন হচ্ছে কি না, তার দিকে নজর রাখবেন। প্রয়োজনে তারাই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

তারকা প্রচারকেরা যদি এই আচরণবিধি পালন না করেন, তাহলে তার দায় নিতে হবে দলকে। কড়া শাস্তির কথা জানিয়েছে কমিশন। বলা হয়েছে, এর ফলে দলের স্বীকৃতি বাতিল হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে দলীয় প্রতীক। অর্থাৎ, ব্যালট বাক্সে প্রার্থী দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।

যে আট দফা নির্বাচনের বিধি দিয়েছে কমিশন, তা হলো, এক, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি হতে পারে, সহিংসতা ছড়াতে পারে, এমন কোনো কথা প্রচারের সময় বলা যাবে না। দুই, বিরোধী নেতাকে বা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। শুধুমাত্র তার কাজের বা কার্যকলাপের সমালোচনা করা যাবে। তিন, বক্তৃতায় ভূয়া কথা বলা যাবে না। ভোটাররা বিভ্রান্ত হতে পারেন, এমন কোনো কথাই বলা যাবে না। চার, ধর্মীয়স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। ধর্ম বা জাতের উল্লেখ করা যাবে না ভোটের প্রচারে। পাঁচ, প্রচারে নারীদের সম্মানের প্রশ্নটি মাথায় রাখতে হবে। কোনো নারীর বিষয়ে একটিও অসম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। ছয়, সংবাদমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন ছাপা যাবে না। সাত, খবরের মোড়কে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। এবং আট, সমাজমাধ্যমে ভুয়া বা রুচিহীন পোস্ট শেয়ার করা যাবে না।

এর যে কোনো একটি আচরণবিধি না মানলেই কমিশন সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেবে।

এসজি/জিএইচ (পিটিআই)