1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিডিওটা আসলে বিজ্ঞাপনি প্রচার

২০ মার্চ ২০২৪

ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের কথিত ভাইরাল অডিও রেকর্ডটি একটি বিজ্ঞাপনের অংশ ছিল৷ আজ নিজের ফেসবুক পেজে লাইভে এসে তা খোলাসা করেন তামিম৷ সাথে ছিলেন মিরাজ, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ৷

https://p.dw.com/p/4dwe0
২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার পর ট্রফি হাতে তামিম ইকবাল
ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের কথিত ভাইরাল অডিও রেকর্ডটি একটি বিজ্ঞাপনের অংশ ছিলছবি: Ahmed Salahuddin /NURPhoto/imago images

মুশফিককে নিয়ে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি কথোপকথনের অডিও রেকর্ড মঙ্গলবার সংবাদ আকারে প্রকাশ করেছিল একটি টেলিভিশন চ্যানেল৷ ‘তামিমের চাঞ্চল্যকর ফোন রেকর্ড ফাঁস!-' এমন শিরোনামে তারা প্রতিবেদনটি প্রকাশ করে৷ কথিত অডিও রেকর্ডটিতে মিরাজকে ফোন দিয়ে তামিম জানান মুশফিক তাকে না জানিয়ে নতুন দল করছে৷ এ নিয়ে মুশফিকের সমালোচনা করেন তিনি৷ এক পর্যায়ে তামিম মিরাজকে বলেন, ‘‘যখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো আর এরকম তোরা করতে পারতি না৷ এখন আমার দাম নাই৷ দাম কমে যাচ্ছে দেখে তোরা এই সব করতেসস৷''

অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়৷ পক্ষে-বিপক্ষে বিতর্ক চলতে থাকে৷ বুধবার তামিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘‘গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে৷ আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি৷''

আজ স্থানীয় সময় আজ সন্ধ্যা সাতটায় করা লাইভে তামিম শুরুতে মিরাজকে যুক্ত করেন৷ তারপর একে একে যোগ দেন রিয়াদ, মুশফিক এবং একটি মোবাইল সেবা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা৷ সেখানে তারা এই অডিও রেকর্ড ঐ প্রতিষ্ঠানের একটি বিজ্ঞপনি প্রচারের অংশ বলে জানান৷ লাইভে তামিম মজা করে বলেন, বিজ্ঞাপনের এমন আইডিয়া প্রতিষ্ঠানটির ঐ কর্মকর্তার হলেও এজন্য তিনি সামাজিক মাধ্যমে প্রচুর গালি খাচ্ছেন৷ লাইভের শেষে তামিম দর্শকদের বলেন, ‘‘আশা করি আমার ঐ রেকর্ডিংটা কেন করা হয়েছিল এটা আপনারা ক্লিয়ার৷ এখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমরা সবাই এক৷ সবসময় এক থাকবো৷''

এই লাইভের কমেন্টে তামিমসহ ক্রিকেটারদের অনেকে শুভেচ্ছা জানালেও বিজ্ঞাপনটির ধরন নিয়ে সমালোচনাও করেছেন কেউ কেউ৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য