তাজমহলের কপিরাইট নিয়ে অনুসন্ধান
১০ ডিসেম্বর ২০০৮আর এই প্রশ্নটি তুলেছেন... ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা৷
ঐ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এ ধরনের একটি ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ আপনি তৈরি করতে পারেন না৷ এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা৷ হুবহু একটি স্থাপনা পরির্দশন করার কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টি আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে৷ তাছাড়া, তাজমহলের কপিরাইট কার বা আইন অনুসারে হুবহু আর একটি তাজমহল তৈরি করা যায় কিনা তাও খতিয়ে দেখতে হবে৷
বাংলাদেশের একজন চলচ্চিত্র নির্মাতা আহসানউল্লাহ মনি ঢাকা থেকে ৩০ কিলোমিটার উত্তর পূর্বের সোনারগাঁও এলাকায় ১২ বিঘা জমির উপর এটি গড়ে তোলেন৷ এর নাম দেওয়া হয়েছে বাংলার তাজমহল৷ তাঁর পরিকল্পনা অনুসারে এটি নির্মাণে ব্যয় হয় ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার৷ তিনি জানিয়েছেন, এটি নির্মানের জন্য প্রয়োজনীয় গ্রানাইট মার্বেল পাথর আনা হয়েছে ইটালি থেকে, বেলজিয়াম থেকে আনা হয়েছে হীরা এবং ১৬০ কিলোগ্রাম ব্রোঞ্জও আমদানি করা হয়েছে৷
১৯৮০ সালে আহসানউল্লাহ মনি যখন ভারতে আগ্রার তাজমহল পরিদর্শনে যান তখনই হুবহু একটি তাজমহল তৈরি করার পরিকল্পনা তাঁর মাথায় আসে৷