1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণীকে পোশাক নিয়ে লাঞ্ছিত করার অভিযোগে নারী গ্রেপ্তার

৩০ মে ২০২২

নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে পোশাক নিয়ে লাঞ্ছিত করার ঘটনায় আসামি শিলা আক্তার ওরফে সায়মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

https://p.dw.com/p/4C2U4
প্রতীকী ছবিছবি: Andriy Popov/PantherMedia/imago images

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সোমবার পুলিশের এই এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ না ম ইমরান খান বলেন,  ‘‘র‌্যাব-১১ এর একটি দল নরসিংদীর শিবপুরের একটি বাসা থেকে সায়মাকে গ্রেপ্তার করে৷’’

১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার অপবাদ' দিয়ে এক তরুণীকে লাঞ্ছিত করা হয়, পরদিন নেট দুনিয়ায় যার ভিডিও ছড়িয়ে পড়ে৷ ভিডিওতে দেখা যায়, এক নারী ও কয়েকজন যুবক ওই তরুণীকে টানা-হেঁচড়া করছে৷ মেয়েটিকে এক তরুণ আগলে রাখার চেষ্টা করছেন৷ একপর্যায়ে কয়েকজন লোকের সহায়তায় মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে যান৷ এরপর এক লোক কলাপ্সিবল গেট টেনে দেয়ায় কিছুক্ষণ পর লোকজন চলে যাওয়ায় পরিস্থিতি শান্ত হলে ওই তরুণীকে তার কক্ষ থেকে বের করেন স্টেশন মাস্টার৷

আদালতের নির্দেশে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে৷  

ঘটনার তদন্তে নামে নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের প্রতিনিধি দল৷  তারা স্টেশনের সিসিটিভির ভিডিও দেখে ইসমাইল হোসেন নামে এক যুবককে শনাক্ত করে৷ আর গোয়েন্দা পুলিশ তাকে ২০ মে আটক করে থানায় দেয়৷ পরে ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ৷

এনএস/এবিসি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য