তরুণীকে পোশাক নিয়ে লাঞ্ছিত করার অভিযোগে নারী গ্রেপ্তার
৩০ মে ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সোমবার পুলিশের এই এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ না ম ইমরান খান বলেন, ‘‘র্যাব-১১ এর একটি দল নরসিংদীর শিবপুরের একটি বাসা থেকে সায়মাকে গ্রেপ্তার করে৷’’
১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার অপবাদ' দিয়ে এক তরুণীকে লাঞ্ছিত করা হয়, পরদিন নেট দুনিয়ায় যার ভিডিও ছড়িয়ে পড়ে৷ ভিডিওতে দেখা যায়, এক নারী ও কয়েকজন যুবক ওই তরুণীকে টানা-হেঁচড়া করছে৷ মেয়েটিকে এক তরুণ আগলে রাখার চেষ্টা করছেন৷ একপর্যায়ে কয়েকজন লোকের সহায়তায় মেয়েটি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে যান৷ এরপর এক লোক কলাপ্সিবল গেট টেনে দেয়ায় কিছুক্ষণ পর লোকজন চলে যাওয়ায় পরিস্থিতি শান্ত হলে ওই তরুণীকে তার কক্ষ থেকে বের করেন স্টেশন মাস্টার৷
আদালতের নির্দেশে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে৷
ঘটনার তদন্তে নামে নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের প্রতিনিধি দল৷ তারা স্টেশনের সিসিটিভির ভিডিও দেখে ইসমাইল হোসেন নামে এক যুবককে শনাক্ত করে৷ আর গোয়েন্দা পুলিশ তাকে ২০ মে আটক করে থানায় দেয়৷ পরে ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ৷
এনএস/এবিসি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)