তরুণ ভোটারদের নির্বাচনি ভাবনা
বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচন সামনেই৷ এ নির্বাচনে ভোটারদের বড় একটা অংশই তরুণ৷ জনপ্রতিনিধি নির্বাচনে কোন বিষয়টি প্রাধান্য দেবেন, ডয়চে ভেলের পক্ষ থেকে তা জানতে চাওয়া হয়েছিল বিভিন্ন শ্রেণি-পেশার নতুন ভোটারদের কাছে৷
সৈয়দা নিশাত নিগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
এবারই তিনি প্রথম ভোটার হয়েছেন৷ তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার ভোট দেবেন না৷ কারণ, দেশে অতীতের কয়েকটি নির্বাচনে এত অরাজকতা দেখেছেন যে তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন৷ তিনি বলেন, ‘‘অতীতে যেসব ভোট দেখেছি তা খুব একটা সুষ্ঠু ছিল না৷’’
হুমায়ুন কবীর হিমু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
হিমু ভোট দেয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা৷ তিনি বলেন, ‘‘যদি কোনো দলের প্রার্থীকে বেছে নেই, তবে সেই দলের নির্বাচনি ইশতাহার দেখব৷ যে দলের ইশতাহারে নতজানু পররাষ্ট্রনীতি থাকবে না, তরুণদের নিয়ে সেই দলের ভাবনাটা কেমন সেটা দেখে ভোট দেব৷’’
নাজমুস সাদাত হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
এবার প্রথম ভোট দেবেন বলে হিমেল আনন্দিত৷ তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি খুবই হতাশ৷ ভোট দেয়ার ক্ষেত্রে তিনি প্রার্থীর দলের অতীত কার্যক্রমকে বিচার-বিবেচনা করবেন৷
সানজিদা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ভোট দেয়ার ক্ষেত্রে তিনি দেখবেন প্রার্থীর সততা ও যোগ্যতা৷ জীবনের প্রথম ভোটটি এমন কাউকে দিতে চান যিনি দেশের কল্যাণে কাজ করবেন৷
আরিফুজ্জামান খান আবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
আবীরের জীবনের প্রথম ভোটটি দেয়ার ক্ষেত্রে দেখবেন তরুণদের নিয়ে কারা কাজ করছে৷ তিনি বলেন, ‘‘দেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, পরিবেশের উন্নয়নে যারা কাজ করবে, নির্বাচনি ইশতাহারে যাদের এসব বিষয়ের প্রতি জোর থাকবে, সে প্রার্থীকেই ভোট দেবো৷’’
আনোয়ারুল ইসলাম, নির্মাণ শ্রমিক
আনোয়ারুল ইসলামও প্রথম ভোটার৷ ভোট দেয়ার ক্ষেত্রে তিনি দেখবেন প্রার্থীর সততা৷ দেশের সম্পদ যারা চুরি করে, সেরকম প্রার্থীকে ভোট দেবেন না তিনি৷
আইনুল হক, পোশাক শ্রমিক
তাঁর প্রথম ভোটটি এমন প্রার্থীকে ভোট দিতে চান, যার দল ক্ষমতায় গেলে দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিয়ে আনতে পারবে৷
মোহাম্মদ হৃদয়, কর্মচারী
তিনি এমন প্রার্থীকে তাঁর প্রথম ভোটটি দিতে চান, যিনি বেকার সমস্যার সমাধানে কাজ করবেন৷
মোহাম্মদ ফারুক হোসেন, ফুটপাথের ব্যবসায়ী
তিনি তাঁর প্রথম ভোটটি এমন প্রার্থীকে দিতে চান যিনি ঘুস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত৷
ইমাম উদ্দীন, ব্যবসায়ী
ইমাম উদ্দীন তাঁর প্রথম ভোটটি সৎ ও যোগ্য প্রার্থীকে দিতে চান৷ এছাড়া প্রার্থী সন্ত্রাসমুক্ত কিনা সেটাও দেখবেন তিনি৷ তাছাড়া যে দল কথা কম বলে এবং কাজ বেশি করে সে দলের প্রার্থীকেই ভোট দেবেন তিনি৷
দীন মোহাম্মদ, ক্ষুদ্র ব্যবসায়ী
তাঁর প্রথম ভোট প্রয়োগের ক্ষেত্রে দেখবেন প্রার্থীর দল৷ তিনি যে দলকে ভালবাসেন, সেই দল যে প্রার্থীকেই মনোনয়ন দিক না কেন, তাঁকেই ভোট দেবেন তিনি৷
জাহিদ হোসেন, চাকরি-সন্ধানী
পড়ালেখা শেষ করে চাকরির সন্ধান করছেন জাহিদ হোসেন৷ বেকার সমস্যা দূর করতে যে কাজ করবে, তাকেই ভোট দেবেন তিনি৷
আকবর আলী, রিকশা চালক
যাকে ভোট দিলে তাঁর এলাকার উন্নয়ন হবে, তাঁকেই ভোট দেবেন আকবর আলী৷
আতিকুর রহমান, পোশাক শ্রমিক
তিনি ভোট দেবেন এমন প্রার্থীকে, যিনি মাদক ও সন্ত্রাস দমনে কাজ করবেন৷ এছাড়া পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে যে প্রার্থী ওয়াদাবদ্ধ হবেন, তাঁকেই ভোট দিতে চান তিনি৷